বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে ‘সক্রিয়’ হচ্ছে জাপা, চাঙ্গা নেতাকর্মীরা

June 22, 2019 | 2:36 am

প্রান্ত রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ‘সক্রিয়’ হতে যাচ্ছে রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টি (জাপা)। সংগঠনটির ৮১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠনের ৭ দিনের মাথায় জেলার সব কয়টি ইউনিটের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছে নতুন কমিটি। নেতাকর্মীদের আশা, বিগত দিনের ভুল-ত্রুটি, রাগ-অভিমান ভুলে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে সংগঠনটি।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে রাঙ্গামাটির ১০টি উপজেলা ও অন্যান্য ইউনিটের নেতাদের সঙ্গে মতবিনিময় করে নতুন জেলা কমিটি। শহরের কাঁঠালতলীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ কে পারভেজ তালুকদার’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা শাখার সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, সাইফুল ইসলাম, মহতী চাকমা, পারভেজ শেখ, রাঙ্গামাটি পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শিব প্রসাদ মিশ্র ও রাঙ্গামাটি সদর উপজেলার আহ্বায়ক সুলাল সেন।

মতবিনিময়কালে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্যে তাদের দুঃখ, হতাশার কথা তুলে ধরেন। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নানিয়ারচর উপজেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘এমনও সময় গেছে আমরা নানিয়ারচর থেকে জেলা শহরে এসে দুইদিনেও জেলা নেতাদের সঙ্গে দেখা করতে পারিনি। ওনারা এতই ব্যস্ত থাকেন, আমরা উপজেলার নেতাকর্মীরা তাদের দেখা পাই না।’

লংগদু উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, ‘জাতীয় পার্টি এখনও মানুষের অন্তরে আছে। মানুষ এখনও জাতীয় পার্টিকে ভালোবাসে। কিন্তু আজ মনগড়া দল করে অনেকেই জাতীয় পার্টিকে পিছিয়ে নিয়ে গেছে। আমি মনে করি, নতুন কমিটি এ জেলাকে আরও সক্রিয় করবে।’

বিজ্ঞাপন

সভার সভাপতি পারভেজ তালুকদার রাজনীতিকে তার ‘পেশা’ মন্তব্য করে বলেন, ‘রাজনীতি আমার নেশা নয়, রাজনীতির আমার পেশা। ভালোবেসে দলকে কিছু দেওয়ার জাতীয় পার্টি করছি। দল থেকে নেওয়ার জন্য নয়। অনেকেই ভেতরে ভেতরে বলছেন, দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল অনেক ভালো। কিন্তু তারাই একাদশ জাতীয় নির্বাচনে আমাকে ভোট দেয়নি। তারা দীপংকর তালুকদার (আওয়ামী লীগ প্রার্থী) থেকে টাকা খেয়ে তাকে ভোট দিয়েছে।’

সভায় পারভেজ নেতাকর্মীদের দলের স্বার্থে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের নিজেদেরই নিজেদের নেতৃত্ব তৈরি করে লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি শিগগিরই রাঙ্গামাটিতে জাতীয় পার্টির দুইটি অফিস খুলবো। এছাড়া পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলাগুলোতে অফিস খোলা হবে। এতটুকু বলতে পারি, আপনাদের নেতৃত্বের সংকটে ভুগতে হবে না। আমি সবসময়ই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।’

প্রসঙ্গত, গত ১৫ জুন জাতীয় পার্টি (জাপা) রাঙ্গামাটি জেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ৮১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে যথাযথ কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্ত দিয়েছে সংগঠনটি।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন