বিজ্ঞাপন

সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু

June 28, 2019 | 2:45 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সাতক্ষীরা: সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন একই পরিবারের সদস্য। বজ্রপাতের ঘটনায়  আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার গড়ইমহল, বিজয়নগর ও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এসব ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হাসান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বজ্রপাতে হতাহতের কথা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮) এবং বিজয়নগর গ্রামের হাকিম গাজীর ছেলে মুনসুর গাজী (৫০)। এছাড়া মারা গেছেন, আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া,  বিজয়নগর গ্রামের হাকিম গাজীর ছেলে মুনসুর গাজী মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

বিজ্ঞাপন

অপরদিকে, ঘর থেকে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদারের মৃত্যু হয়।

সারাবাংলা/ওএম/ এনএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন