বিজ্ঞাপন

বরগুনায় শিক্ষকদের আধঘন্টা কর্মবিরতি পালন

December 6, 2017 | 1:50 pm

 

বিজ্ঞাপন

সারাবাংলা ডেস্ক

বরগুনার আমতলীতে শিক্ষককে মারধরের ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধঘন্টা কর্মবিরতি পালন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম।

সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্যে শিক্ষক নেতারা ওই ঘটনায় দোষী খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি আবদুস সোবাহান লিটনের বিরুদ্ধে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যবস্থা না নিলে  ১৪ ডিসেম্বর দেশব্যপী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাতে বিদ্যালয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেয়ায় প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিনকে মারধর করেন যুবলীগ নেতা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সোবাহান লিটন। ঘটনার প্রতিবাদে ৩ ডিসেম্বর আমতলী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারিবৃন্দ।

 

সারাবাংলা / জাহারু/আরসি /ডিসেম্বর ৬, ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন