বিজ্ঞাপন

পাকিস্তানকে কাঁপিয়ে হারলো আফগানিস্তান

June 29, 2019 | 10:57 pm

বিশ্বকাপ ডেস্ক

বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-আফগানিস্তান। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান। আফগানদের ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে আসলো পাকিস্তান। আর ৮ ম্যাচের আটটিতে হেরে তলানিতে আফগানরা।

বিজ্ঞাপন

এশিয়ার এই দুই দেশ প্রথমবারের মতো বিশ্বমঞ্চে মুখোমুখি হয়। শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় হেডিংলি লীডসে শুরু হয় ম্যাচটি। বিশ্বকাপের সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে নামে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি গুলবাদিন নাইব। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা তোলে ২২৭ রান। জবাবে, পাকিস্তান ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে বিদায় নেন আফগান ওপেনার এবং দলপতি গুলবাদিন নাইব। ব্যক্তিগত ১৫ রান করেন তিনি। আরেক ওপেনার রহমত শাহ ৪৩ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৩৫ রান। তিন নম্বরে নামা হাসমতউল্লাহ শহিদি প্রথম বলেই বিদায় নেন। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি ৬৬ বলে করেন ২৪ রান।

অভিজ্ঞ আসগর আফগানের ব্যাট থেকে আসে ৪২ রান। তার ৩৫ বলের ইনিংসে ছিল তিনটি চার আর দুটি ছক্কার মার। মোহাম্মদ নবী ১৬ রানে ফিরলেও রানের চাকা সচল রাখেন নাজিবুল্লাহ জাদরান। ৪৫তম ওভারে বিদায় নেন তিনি। তার আগে ৫৪ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৪২ রান। রশিদ খান ফেরেন ৮ রান করে। হামিদ হাসান করেন ১ রান। সামিউল্লাহ শেনওয়ারি ১৯ এবং মুজিব উর রহমান ৭ রানে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১০ ওভারে ৪৮ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। শাদাব খান ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে পান একটি উইকেট। মোহাম্মদ হাফিজ ২ ওভারে ১০ রানে উইকেটশূন্য থাকেন। ওয়াহাব রিয়াজ ৮ ওভারে ২৯ রান দিয়ে পান দুটি উইকেট। মোহাম্মদ আমির ১০ ওভারে ৪১ রান দিয়ে কোনো উইকেট পাননি।

২২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার ফখর জামান ইনিংসের দ্বিতীয় বলেই বিদায় নেন। আরেক ওপেনার ইমাম উল হক করেন ৩৬ রান। ৪৫ রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর আজম। মোহাম্মদ হাফিজ ১৯, হারিস সোহেল ২৭ রানে বিদায় নেন। দলপতি সরফরাজ আহমেদ রানআউট হওয়ার আগে করেন ১৮ রান। শাদাব খান বিদায় নেন ১১ রানে। ইমাদ ওয়াসিম ৫৪ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন অপরাজিত ৪৯ রান। ৯ বলে এক চার, এক ছক্কায় করেন অপরাজিত ১৫ রান।

মোহাম্মদ নবী ১০ ওভারে ২৩ রান দিয়ে পান দুটি উইকেট। হামি হাসান ২ ওভারে ১৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। গুলবাদিন নাইব ৯.৪ ওভারে ৭৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। মুজিব উর রহমান ১০ ওভারে ৩৪ রানে নেন দুটি উইকেট। রশিদ খান ১০ ওভারে ৫১ রান দিয়ে নেন একটি উইকেট। সামিউল্লাহ শেনওয়ারি ৮ ওভারে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি।

বিজ্ঞাপন

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), ইকরাম আলী, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশীদ খান, মুজিব-উর-রহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি এবং হামিদ হাসান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন