বিজ্ঞাপন

বান্দরবানে পা‌নিতে ডুবে নৌ কর্মকর্তাসহ নিখোঁজ ২

June 30, 2019 | 4:35 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: বান্দরবানের রুমার পাইন্দুখালে এক নৌবাহিনীর কর্মকর্তাসহ দুইজন পা‌নিতে ডুবে নিখোঁজ হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় রোববার (৩০ জুন) প্রশাসন এ বিষয়ে জানতে পারে। গতকাল শ‌নিবার বিকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ নৌ কর্মকর্তা মো. আসিফ (২৩) ও অপরজন গ্রিন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮)।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, নৌবাহিনীর কর্মকর্তা আসিফসহ ৬ জনের এক‌টি দল বান্দরবানে বেড়াতে যায়। তারা গত তিন‌দিন রোয়াংছ‌ড়ির বি‌ভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখে। পরে বান্দরবানের রোয়াংছ‌ড়ি হয়ে রুমা উপজেলার তিনাপ সাইতার নামে এক‌টি ঝর্ণায় যায়। সেখান থেকে ফেরার পথে পাইন্দু খাল পার হওয়ার সময় খালে ডুবে শ‌নিবার সন্ধ্যায় তারা নিখোঁজ হন।

বান্দরবান পু‌লিশ সুপার মো. জা‌কির হোসেন মজুমদার বলেন, ‘একজন সাব লেফটেনেন্টসহ দুইজন পাহাড়ি ছড়া পার হওয়ার সময় নিখোঁজ হ‌য়ে‌ছেন। গতকাল শ‌নিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও আজ খবর পেয়ে পু‌লিশ রওয়ানা দিয়েছে। পায়ে হেঁটে ৬ ঘণ্টা লাগে দুর্গম এ এলাকায় যেতে। সেখানে মোবাইলের নেটওয়ার্কও নেই। যার কারণে খবর পেতে দে‌রি হয়েছে। বর্তমানে সেনাবা‌হিনী, পু‌লিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ছাত্রলীগ নেতাদের বের করে রোকেয়া হলকে ‘ছাত্ররাজনীতিমুক্ত’ ঘোষণামধ্যরাতে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযানে আটক ৭, রিজভীর নিন্দাশেকৃবিতে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রের কান ফাটাল ছাত্রলীগকোটা সংস্কার আন্দোলন: বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল‘মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা’কোটা আন্দোলনকারীদের দখলে রাবি, মোটরসাইকেলে অগ্নিসংযোগরাঙ্গামাটির ‘সুইডিশে’ সংঘর্ষ, আহত ১০সব বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়তে হবে: ইউজিসিমুক্তিযুদ্ধকে ব্যঙ্গ, ঢাবি ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের নিন্দাবেরোবিতে ভিসির বাসভবন ও ছাত্রলীগ সভাপতির গাড়িতে অগ্নিসংযোগ সব খবর...
বিজ্ঞাপন