বিজ্ঞাপন

স্বায়ত্তশাসন ফিরে পাওয়ার বর্ষপূর্তিতে বিক্ষোভে উত্তাল হংকং

July 1, 2019 | 9:24 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সংসদে উত্থাপিত বন্দি প্রত্যার্পণ বিল বাতিল চেয়ে, শনিবার(১ জুলাই) হংকংয়ের বিক্ষোভকারীরা আইন পরিষদে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েছেন। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

১৯৯৭ সালের এই দিনেই ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয় হংকং। পরে চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পায়।

স্বায়ত্তশাসন ফিরে পাওয়ার ২২ বছর পূর্তিতে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারীরা। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ৫ লাখ ৫০ হাজার আন্দোলনকারীর উপস্থিতিতে ভিক্টোরিয়া পার্ক থেকে আইনপরিষদ কাউন্সিল অভিমুখে একটি পদযাত্রা শুরু হয়। আন্দোলনকারীরা মাথায় হেলমেট এবং মুখে মুখোশ নিয়ে কর্মসূচীতে অংশ নেয়। অনেকের হাতেই দেখা যায় বাঁশের খাচার ভেতরে ক্যারি ল্যামের পোস্টার।

আইনপরিষদ কাউন্সিলে পৌছাতেই উত্তেজিত আন্দোলনকারীরা ভাংচুর শুরু করে। আইনপরিষদের দেয়ালে গ্রাফিটি এঁকে দেয়। ছাত্রদের ছোট ছোট গ্রুপ আইন প্রণেতাদের আসনে বসে পড়েন এবং নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ অনতিবিলম্বে এ সহিংসতা বন্ধের আহবান জানান। অনিবার্য কারণবশতঃ আইনপরিষদের অধিবেশন স্থগিত করা হয়। পরে এক বিবৃতিতে জানানো হয়, আন্দোলনকারীরা এরকম অসহযোগীতা করতে থাকলে জুলাইয়ে চালু হতে যাওয়া বন্দি প্রত্যার্পণ বিলে কোন সংশোধনী আনা সম্ভব হবে না।

 

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন