বিজ্ঞাপন

ইউরোপীয় কমিশনে প্রথম নারী প্রেসিডেন্ট

July 3, 2019 | 2:51 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা বন দারের নাম প্রস্তাবে সম্মত হয়েছেন ইইউ নেতারা। উরসুলা ইইউ কমিশনের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। তিনি পাঁচ বছরের জন্য জঁ ক্লদ ইয়ুঙ্কারের স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুলাই) বিবিসির খবরে একথা জানানো হয়।

এছাড়া, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) প্রধান হচ্ছেন ক্রিস্টেন ল্যাগার্ড। তিনিও প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে এই দায়িত্ব পাচ্ছেন। ক্রিস্টেন ল্যাগার্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আর ডোনাল্ড টুস্কের জায়গায় ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। অপরদিকে, স্পেনের জোসেফ বোরেল পাবেন ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধানের দায়িত্ব।

বিজ্ঞাপন

তবে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট এখনো ঠিক করা হয়নি। এই পদে জার্মান ম্যানফ্রেড ওয়েবার অথবা বুলগেরিয়ার সের্গেই স্ট্যানিসেভকে পছন্দ করা হতে পারে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন