বিজ্ঞাপন

মিষ্টি খাওয়া নিয়ে জাবিতে সংঘর্ষ, আহত ৭০

July 3, 2019 | 3:40 pm

জাবি করেসপন্ডেন্ট

জাবি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুরে দুই ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৬ ব্যাচের ছাত্রলীগ কর্মী দ্বীপ ও তার বন্ধুসহ দোকানে মিষ্টি খাচ্ছিলেন। এ সময় মওলানা ভাসানী হলের ৪৫ ব্যাচের সৌরভ কাপালীর সাথে তার ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এরপর কথা কথাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় হলের ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের ছাত্রলীগ কর্মীরা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনা শুরুর প্রায় দেড় ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও গুলি ছোড়ে। এতেও বেশ কয়েকজন আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক লিখন চন্দ্র বালা জানান, প্রায় ৭০ জন শিক্ষার্থী আহত হয়ে মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এরপর তাদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, এটা দুই হলের ছাত্রদের ঘটনা। এতে ছাত্রলীগ জড়িত না আমরা উভয় পক্ষকে সংযত রাখার অনেক চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছি। পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশকে জানিয়েছি। পুলিশ আসার পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জেএএম/এমএইচ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন