বিজ্ঞাপন

মেসিকেই এগিয়ে রাখলেন হ্যাজার্ড

February 3, 2018 | 4:29 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

মেসি বা রোনালদোর পারফর্ম নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। দেশের জার্সি গায়ে দু’জনের কেউই বিশ্বকাপ জিততে পারেননি ঠিকই, তবে দেশকে বহু সম্মান এনে দিয়েছেন বিভিন্ন সময়ে। ফিফার বর্ষসেরা ফুটবলারের মুকুটও নিজেদের মাথায় উঠিয়েছেন পাঁচবার করে।

দু’জনেই ক্লাবের জার্সি চাপিয়ে গড়েছেন রেকর্ডের পাহাড়, যা ভাঙা দায়। বর্তমান ফুটবলের সবচেয়ে আলোচিত এই দুই তারকার মধ্যে কে সেরা? এর উত্তর দিতে গিয়ে বিশ্ব ফুটবল দুইভাগে বিভক্ত হলেও বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখছেন।

স্প্যানিশ আউটলেট মুন্ডো দেপোরতিভোকে দেওয়া এক সাক্ষাতকারে চেলসি স্ট্রাইকার হ্যাজার্ড বলেন, ‘মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। আপনি যখন ফুটবল খেলছেন, তখন আপনি অবশ্যই সেরা দলের বিপক্ষে খেলতে চাইবেন। বর্তমান সময়ে সেরা দল মেসির বার্সা। তাই মেসিকেই বিশ্বের সেরা খেলোয়াড় বলা যায়।’

বিজ্ঞাপন

হ্যাজার্ড আরও যোগ করেন, ‘গত ১৫ বছরে বার্সার মতো দল গড়ে উঠেনি। তেমনি মেসির মতো কোনো খেলোয়াড়ও বেড়ে উঠেনি।’

চলতি মৌসুমে মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ২৭ গোল। বার্সাকে কোপা দেল রে’র ফাইনালে এক পা দিয়ে রাখতে ভূমিকা রেখেছেন। লা লিগার শিরোপা এবার অনেকটাই নিশ্চিত বার্সার। তাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সাকে তুলতেই দারুণ পারফর্ম করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। জাতীয় দলকে তো রাশিয়া বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে বাঁচা-মরার ম্যাচে হ্যাটট্রিকই করেছিলেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন