বিজ্ঞাপন

সিটিকেই এগিয়ে রাখলেন ইউনাইটেড কোচ

February 3, 2018 | 4:48 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানচেষ্টার সিটি, ম্যানচেষ্টার ইউনাইটেড আছে তালিকার দুইয়ে। ম্যানচেষ্টার ইউনাইটেড কোচ হোসে মোরিনহো মৌসুম শেষের আগেই বলে ফেললেন এবারের প্রিমিয়ার লিগের শিরোপা যাবে ম্যানচেষ্টার সিটির ঘরে।

তবে, সিটি অভিভাবক পেপ গার্দিওলা তা মানতে নারাজ। লিগে ১৫ পয়েন্ট এগিয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেষ্টার সিটি। যেখানে তালিকার দুইয়ে থাকা ম্যানচেষ্টার ইউনাইটেডের পয়েন্ট ৫৩।

গার্দিওলার দল এগিয়ে থাকায় শিরোপাটাও যাবে তাদের কাছে, এমনটাই বলে দিয়েছেন মোরিনহো।

বিজ্ঞাপন

তবে লিগে দ্বিতীয়স্থানে টিকে থাকার লড়াইটা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। তেমনটাই জানিয়েছেন মোরিনহো, ‘আমরা সব মৌসুমেই তালিকার প্রথম দিকেই ছিলাম। এই মৌসুমেও কয়েক সপ্তাহ তালিকার শীর্ষে থাকলেও এরপর থেকে তালিকার দ্বিতীয়স্থানেই আছি।’

ম্যানচেস্টার ইউনাইটেড এবারের ইংলিশ লিগে দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে লড়ছে বলে জানান মোরিনহো, ‘লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরা সম্ভব না। তবে পরের ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাকিদের মধ্যে প্রথম হয়ে থাকতেই জিততে হবে আমাদের।’

লিগের তালিকায় থাকা বাকি দলগুলোকে নিয়েও ভালো মন্তব্য করেন মোরিনহো। লিগের বাকি সময়টা ওদের সাথেই লড়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখার চেষ্টা করছেন এই কোচ। লিগের শনিবারের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজ্ঞাপন

ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট কমে তালিকার তৃতীয় স্থানে লিভারপুল, আর তালিকার চতুর্থ স্থানে আছে চেলসি।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন