বিজ্ঞাপন

বিশ্বকাপে সেরাদের তালিকায় যারা

July 4, 2019 | 11:18 am

বিশ্বকাপ ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। আট দলই খেলেছেন ৮টি করে ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ডের। আর বাংলাদেশে-পাকিস্তান ম্যাচের জন্য ঝুলে আছে নিউজিল্যান্ডের টিকিটটা। কারণ এই ম্যাচে বাংলাদেশকে কমপক্ষে ৩১১ রানের ব্যবধানে হারালেই কেবল সেমিতে যেতে পারবে পাকিস্তান। আর বাংলাদেশ আগে ব্যাট করলে সে সম্ভবনাটাও আর থাকছে না।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুলাই) ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ পরবর্তী পয়েন্ট তালিকা:

দল    ম্যাচ জয় পরাজয় পরিত্যক্ত পয়েন্ট নেট রানরেট
অস্ট্রেলিয়া    ৮ ১৪
ভারত    ৮ ১৩ ০.৮১১
ইংল্যান্ড    ৯ ১২ ১.১৫২
নিউজিল্যান্ড    ৯ ১১ ০.১৭৫
পাকিস্তান    ৮ -০.৭৯২
শ্রীলঙ্কা    ৮ -০.৯৩৪
বাংলাদেশ    ৮ -০.১৯৫
দক্ষিণ আফ্রিকা    ৮ -০.০৮
উইন্ডিজ    ৮ -০.৩৩৫
আফগানিস্তান    ৮ -১.৪১৮

ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ব্যাটিং পারফরম্যান্সের দেখা মিলেছে। ডেভিড ওয়ার্নার, অ্যারণ ফিঞ্চ এবং টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট হেসেছে রানের ফোয়ারায়। সেই সাথে আছে ভারতীয় ওপেনার রোহত শর্মার ব্যাটের ঝলকও

 সেরা দশ ব্যাটসম্যানের তালিকা:

বিজ্ঞাপন
ব্যাটসম্যান ইনিংস মোট রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট ৫০/১০০ সর্বোচ্চ
রোহিত শর্মা ৫৪৪ ৯০.৬৬ ৯৬.৯৬ ১/৪ ১৪০
সাকিব আল হাসান ৫৪২ ৯০.৩৩ ৯৭.৮৩ ৪/২ ১২৪*
ডেভিড ওয়ার্নার ৫১৬ ৭৩.৭১ ৮৬.৫৭ ৩/২ ১৬৬
অ্যারন ফিঞ্চ ৫০৪ ৬৩ ১০২.৪৩ ৩/২ ১৫৩
জো রুট ৫০০ ৬২.৫০ ৯১.৭৪ ৩/২ ১০৭

সাকিব ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১১তম স্থানে আছেন মুশফিকুর রহিম, ২৬তম স্থানে আছেন ওপেনার তামিম ইকবাল, ৩৮তম স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ৪৬তম স্থানে আছেন লিটন দাস এবং ৪৭ তম স্থানে আছেন সৌম্য সরকার।

ব্যাটসম্যান ইনিংস মোট রান
মুশফিকুর রহিম ৩৭১
তামিম ইকবাল ২২৩
মাহমুদুল্লাহ রিয়াদ ১৯০
লিটন দাস ১৫২
সৌম্য সরকার ১৪৪

ইংল্যান্ডের উইকেট এবং আবহাওয়া থেকে সব সময় পেস বোলাররা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের সেরা উইকেট সংগ্রহের তালিকায় তাই তো পেসারদের জয়জয়কার।

বোলারদের পারফরম্যান্স:

বিজ্ঞাপন
বোলার  ইনিংস ওভার মোট উইকেট ইকোনমি সেরা পারফরম্যান্স রান
মিচেল স্টার্ক ৭৪.২ ২৪ ৫.০১ ৫/২৬ ৩৭৩
জোফরা আর্চার ৮০.৫ ১৭ ৪.৭৮ ৩/২৭ ২৬২
লুকি ফারগুসন ৬৩.৪ ১৭ ৪.৯৬ ৪/৩৭ ৩১৬
মোহাম্মদ আমির ৬৬ ১৬ ৪.৯৫ ৫/৩০ ৩২৭
মার্ক উড ৭০.৪ ১৬ ৫.২২ ৩/১৮ ২৬২

৩ জুলাই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ পর্যন্ত তথ্য থেকে তৈরি করা পরিসংখ্যান। সেরা দশের ঠিক বাইরেই অবস্থান করছে বাংলাদেশের তিন বোলার মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ।

বাংলাদেশের সেরা তিন বোলারের পারফরম্যান্স:

বোলার উইকেট
মোস্তাফিজুর রহমান ১৫
সাকিব আল হাসান ১১
মোহাম্মদ সাইফউদ্দিন ১০

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৩১১ রানে হারালেই সেমিতে পাকিস্তান

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন