বিজ্ঞাপন

চট্টগ্রামে ভাংচুর মামলায় আ’লীগের ২৭ কর্মী কারাগারে

July 4, 2019 | 5:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর লালখান বাজারে বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতার অফিস ভাংচুরের মামলায় ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৭ জনের সবাই চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমান এই আদেশ দিয়েছেন।

নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘মামলার এজাহারভুক্ত ২৭ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

২৭ আসামি হল- আরিফুল হানিফ, তৈয়ব, কাদের, ডিস সালাহউদ্দিন, তাহের, শামীম, সবুজ মিয়াজী, শাহীন, সুমন, শাহজাহান, আমজাদ হোসেন, আলী, শওকত হোসেন, মহিন, মোক্তার হোসেন, কাউছার, মো. হোসেন সেলিম, শরিফ, মাসুদ রানা, ইব্রাহিম, দ্বীন ইসলাম, তাজউদ্দিন, মো. শরিফ, সুরুজ, মঙ্গল, আলমগীর ও শওকত।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৮ জুন) রাতে ও পরদিন শনিবার বিকেলে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের অনুসারীদের মধ্যে দু’দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার বিকেলে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশকে চার রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এ সময় একজন গুলিবিদ্ধসহ ৪ জন গুরুতর আহত হন। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে খুলশী থানায় দু’টি মামলা দায়ের করে। এছাড়া, সংঘর্ষের সময় দিদারুল আলম মাসুমের অফিস ভাংচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়।

পুলিশের দায়ের করা মামলায় এরইমধ্যে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/জেএএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন