বিজ্ঞাপন

এরশাদ শঙ্কামুক্ত নন, তবে জীবিত আছেন: জি এম কাদের

July 8, 2019 | 1:22 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘উনি (এরশাদ) ভালো আছেন বলবো না। তিনি এখনও শঙ্কামুক্ত নন, তবে জীবিত আছেন। তার সিস্টেমগুলো কাজ করছে এখন। যান্ত্রিকভাবে সিস্টেমগুলোকে কাজে লাগানো হচ্ছে।’

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) দুপুরে বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘এরশাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত আছে। গতকাল যেমন ছিল আজও তেমন আছে। স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন।’

মস্তিষ্ক কি এখনও সচল আছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তাররা বলছেন যতোক্ষণ পর্যন্ত উনার সিস্টেমগুলো চালু না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না ব্রেন কতখানি কাজ করছে। যতক্ষণ পর্যন্ত উনি ঘুমিয়ে থাকবেন ততক্ষণ তিনি ভালো থাকবেন। উনার ব্রেন কতোটুকু কাজ করবে, ওটা পরে পরীক্ষা করা হবে।’

বিজ্ঞাপন

এরশাদের সুস্থতা কামনায় জাপা কার্যালয়ে দোয়া

এরশাদকে লিকুইড খাবার এবং গ্রেডের মাধ্যমে মেইড খাবারটা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘তারপরও চিকিৎসকরা বলেছেন উনার ডায়াজেস্টিক সিস্টেমের ফাংশনটা ভালো চলছে না। পার্টস মুভমেন্টও কম হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ওনারা আশংকা করছেন রক্তও যেতে পারে। ওনার প্লাটিলেট লেভেলটা অনেক কম। সে কারণে অনেক জায়গাতে ব্লিডিংও হতে পারে।’

এরশাদের অবস্থা স্থিতিশীল। যাতে অবনতি না হয় চিকিৎসকরা সেই চেষ্টা করছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন