বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে

July 9, 2019 | 11:02 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ দুইজন নিহত হওয়ার পরই রাঙ্গামাটি শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার বিকেল থেকেই শহরের শিমুলতলী, শান্তিনগর ও বাংলাদেশ বেতার এলাকা থেকে ঝুঁকিতে থাকাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ঝুঁকিপূর্ণদের সরিয়ে নেওয়া হচ্ছে।

শহরের শিমুলতলীর স্থানীয় বাসিন্দা মরিয়ম আক্তার বলেন, ‘আমরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আশ্রয়কেন্দ্রে গাদাগাদি হয় এজন্য যেতে চাইনি। ডিসি স্যার এখন তো যেতে বাধ্য করছেন, তাই না গিয়ে উপায় নেই।’

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘আমাদের জায়গা ঝুঁকিপূর্ণ না। তারপরও আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলছে। যেদিকে বেশি ভাঙা সেদিকের মানুষ তো এখনো আছে। তাদের তো বের করছে না। শুধু আমাদের বের করে দিচ্ছে।’

বাংলাদেশ বেতার এলাকায় বাসিন্দা মো. কাদের বলেন, ‘আমাদের তো ঘর থেকে বের হতে বলেছে। কিন্তু ঘরের মালমাল নিয়ে কোথায় যাব? ঘরে না থাকলে জিনিসপত্র চুরি হওয়ার সম্ভাবনা আছে। এভাবে ঘর ফেলে যাওয়া নিরাপদ না।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, গত রোববার থেকে ঝুঁকিতে থাকাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। কিন্তু মানুষ ঝুঁকি জেনেও ঘরবাড়ি ছাড়ছে না। তাই আমরা হার্ডলাইনে আছি। আশ্রয় কেন্দ্রে যারা থাকবেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এ জেলায় আর কোনো প্রাণহানি দেখতে চাই না।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন