বিজ্ঞাপন

না ফেরার দেশে মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর

July 10, 2019 | 3:20 am

স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: না ফেরার দেশে পাড়ি দিলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান সাংবাদিক।

দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসেসে বা রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর। সবশেষ গত দুইদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর রাতে সারাবাংলাকে জানান, শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

অপূর্ব জানান, বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে মুহাম্মদ জাহাঙ্গীরের প্রথম নামাজে জানাজা হবে। বাড়ির কাছের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছোটভাই।
সাংবাদিকতার পাশাপাশি বেশকিছু বইও লিখেছেন তিনি। বিভিন্ন টেলিভিশনে টকশো’র উপস্থাপক ও আলোচক হিসেবেও ছিলেন জনপ্রিয়।

সারাবাংলা/এসজে/জেএইচ/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন