বিজ্ঞাপন

ওয়াই-ফাই নিয়ে বিরোধে ছুরিকাঘাত, দোকানির মৃত্যু

July 10, 2019 | 2:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ওয়াই-ফাই ব্যবহার নিয়ে বিরোধের ফলে ছুরিকাঘাতে এক দোকানির মৃত্যু হয়েছে। মৃত যুবক আবুল কালাম (২৫), তার পিতা আব্দুর রহমান। এই হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল সংলগ্ন আমিন কলোনিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে মৃত আবুল কালামের একটি মোবাইল মেরামতের দোকান আছে।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার সারাবাংলাকে জানান, আবুল কালামের দোকানের পাশে স্থানীয় আরেকজনের গার্মেন্টস মেশিন মেরামতের একটি দোকান আছে। মঙ্গলবার রাতে দুই দোকানির মধ্যে ওয়াইফাই ব্যবহার নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার সকালে মেশিন মেরামতের দোকানি ও তার ভাই, বন্ধুবান্ধবসহ ৭-৮ জন মিলে আবুল কালামকে তার দোকানের সামনে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাত করে।

আহত আবুল কালামকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মোশাররফ হোসেন নামে এক যুবককে আটক করেছে। মোশাররফ ঘাতক দোকানির ভাই বলে জানিয়েছেন প্রিটন সরকার।

সারাবাংলা/আরডি/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন