বিজ্ঞাপন

হার্টের ‘বিশেষ অংশে’ থাকে কিডনি, বয়ানে ট্রাম্প

July 12, 2019 | 2:56 pm

আন্তর্জাতিক ডেস্ক

মানুষের হৃদপিণ্ডের ‘বিশেষ স্থানে’ কিডনির অবস্থান- এমন মন্তব্য করে আবারও শোরগোল ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প সমর্থকরা বলছেন, ট্রাম্প তার বক্তব্যে আমাদের হৃদয়ে কিডনির গুরুত্ব কতটুকু তা বুঝিয়েছেন! খবর দ্য গার্ডিয়ানের।

বিজ্ঞাপন

বুধবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে মার্কিনীদের কিডনি সংক্রান্ত স্বাস্থ্যসেবা বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সেই অনুষ্ঠানেই এমন অদ্ভূত মন্তব্য করেন।

অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা কিডনি নিয়ে পরিশ্রম করেছেন। আপনারা কিডনি নিয়ে খুব পরিশ্রম করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। হৃদপিণ্ডের বিশেষ স্থানে কিডনি থাকে। এটা অসাধারণ একটা বিষয়।’

ট্রাম্পের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস তৈরি হয়েছে। কারণ কিডনির অবস্থান শরীরের পেছনের নিচের অংশে। আর হৃদযন্ত্রের অবস্থান আমাদের  বুকের মাঝে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন