বিজ্ঞাপন

নাটোরে বন্দুক যুদ্ধে হত্যা ও ছিনতাই চক্রের সদস্যের মৃত্যু

July 13, 2019 | 10:42 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নাটোর: নাটোরের লালপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মানিকুজ্জামান মানিক (৪৮) নামে একজন মারা গেছে। অভিযোগ আছে মানিক হত্যা ও মোটর সাইকেল ছিনতাই চক্রের সদস্য।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ৫ জুলাই নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্র আল আমিনকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ জুলাই) সেই চক্রের সদস্য মানিককে পাবনার রুপপুর থেকে আটক করে নাটোর পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদীর একটি বাড়ি থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুলাই) দিনগত রাতে তাকে নিয়ে অন্য সহযোগীদের ধরতে গেলে নাটোরের লালপুর উপজেলার তোফাকাটা মোড়ে পুলিশের ওপর হামলা চালায় মানিকের সহযোগীরা। পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মানিক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পুলিশ মানিককে মৃত ঘোষণা করে। মানিকের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ প্রায় ১ ডজন মামলা রয়েছে বলে জানান, নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন