বিজ্ঞাপন

‘ম্যাচ বাঁচানোর বিশ্বাস সবার ভেতরেই ছিল’

February 4, 2018 | 5:28 pm

চট্টগ্রাম থেকে প্রতিনিধি

বিজ্ঞাপন

৮১ রানেই যখন ৩ উইকেট হারায় বাংলোদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে আরেকবার ব্যাট করাতেই যখন দরকার আরও ১১৯ রান, সামনে পঞ্চম দিনের দুর্গম গিরি, বিশ্বাস কতটা অটুট থাকে?

মুমিনুল হকের কথায় জানা গেল, সেই বিশ্বাসটা পুরোপুরিই ছিল বাংলাদেশের। সকালে যখন লিটন দাসকে নিয়ে ব্যাট করতে নেমেছিলেন, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দীর্ঘ কঠিন একটা দিন। মুমিনুল-লিটনের ব্যাটেই সেই তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দিল বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে মুমিনুল খুব গুছিয়েই বললেন, ম্যাচটা বাঁচানো নিয়ে নিজেদের মধ্যে অন্তত দ্বিধা ছিল না তাদের, ‘এই পরিস্থিতিতে এর আগেও আমরা পড়েছিলাম। এসব পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক দৃঢ়তা, নিজের কাছে বিশ্বাস রাখা। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে, টিম বয় এমনকি আপনারা যারা সাংবাদিক আছেন তারা আর পুরো দেশের মানুষের বিশ্বাস ছিল। সবাই বিশ্বাস করলে ফলটা আসবেই।’

বিজ্ঞাপন

মুমিনুল চেয়েছিলেন, কারও মধ্যে যেন দ্বিধা না থাকে, ‘রিয়াদ ভাইও একই কথা বলেছেন। এইটা নিয়ে কারো মধ্যে সংশয় যেন না থাকে যে আমরা এই ম্যাচটা বাঁচাতে পারব না। আমরা যেন বিশ্বাস করি। বিশ্বাসটা ছিল সবার ভেতরে। ’

মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠেও অনেকটা মুমিনুলেরই প্রতিধ্বনি, ‘গতকাল আমরা যে অবস্থায় ছিলাম, হারের আশঙ্কা উঁকি দিচ্ছিলো। কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের যে দায়িত্ব তা মনে রেখে ব্যাটিং করা উচিত ছিল। আমাদের স্কিলেও আমাদের বিশ্বাস ছিল। আমাদের শুধু একটা জুটির দরকার ছিল। যেটা মুমিনুল ও লিটন করেছে। আর ড্রর কলটা ওদের (শ্রীলঙ্কার) তরফ থেকেই আসে। যেহেতু রেজাল্ট হচ্ছে না, তো তাড়াতাড়ি শেষ করে ফেললেই ভালো।’

তবে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর বাকিদের প্রেরণা বা সাহস দেওয়ার আলাদা একটা কাজ তো ছিলই। জাতীয় দলের হয়ে খেলার সেই গৌরবের কথাই তিনি মনে করিয়ে দিলেন, ‘পরিকল্পনায় শুধু একটা জিনিসই ছিল। প্রথমেই আমরা তিনটা উইকেট হারিয়েছিলাম। তবে, আমাদের মধ্যে ওই বিশ্বাসটা ছিল যে আমরা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি এবং ওইভাবেই যেন আমরা কাজ করি। আমাদের চিন্তাভাবনা যেন ওই রকম হয়।’

বিজ্ঞাপন

মিরপুর টেস্টেও সাকিব থাকছেন না, প্রায় নিশ্চিত। সেখানেও অধিনায়কত্বের কাজটা করতে হবে মাহমুদউল্লাহকেই। শেষ দিনে দল যেভাবে ঘুরে দাঁড়াল, সেটা থেকে অনুপ্রেরণা তিনি নিতেই পারেন!

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন