বিজ্ঞাপন

উইকেটটা ‘স্পোর্টিংই’ বললেন মাহমুদউল্লাহ

February 4, 2018 | 7:41 pm

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম থেকে

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এসে প্রায় পুরোটা সময়ই অভিযোগের সুরেই উইকেট নিয়ে কথা বলে গেলেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ নয়, সেটাও বললেন সরাসরি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য ‘অভিযোগটা’ ঠিক গুরুত্ব দিলেন না। বরং স্পষ্ট করেই বললেন, তার কাছে উইকেট স্পোর্টিংই মনে হনে হয়েছে।

পাঁচ দিনে চট্টগ্রাম টেস্টে রান হয়েছে ১ হাজার ৫৩৩, উইকেট পড়েছে মাত্র ২৪টি। উইকেট প্রতি রান হিসেব করলে বাংলাদেশের মাটিতে এটাই সর্বোচ্চ। করুনারত্নে সরাসরিই বললেন, ‘আমার মনে হয় না টেস্ট ক্রিকেটের জন্য এই উইকেট আদর্শ। পাঁচ দিনে প্রায় ১৫০০ রান হয়েছে। আমার মনে হয় বোলারদের জন্য আরও কিছু থাকা উচিত উইকেটে। আশা করি ঢাকায় একটা ফিফটি-ফিফটি উইকেট থাকবে।’

মাহমুদউল্লাহও স্বীকার করলেন, টেস্ট শুরুর আগে ভাবেননি উইকেট এমন আচরণ করবে, ‘এবার আমার মনে হয়, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই উইকেট ভালো ছিল। একটা দুইটা বল এদিক সেদিক ছিল। তারপরও ব্যাটিং সহায়ক বলা যায়। তবে, এতোটা প্রত্যাশা করিনি। ভেবেছিলাম প্রথম দিন স্পিন হয়নি, হয়তো দ্বিতীয় বা তৃতীয় দিন, বা চতুর্থ বা পঞ্চম দিনে স্পিন ধরতে পারে। কিন্তু আহামরি স্পিন হয়নি। ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক ভালো উইকেট ছিল।’

বিজ্ঞাপন

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তারপরও মনে করিয়ে দিচ্ছেন, ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছেন বলেই রান এসেছে, ‘আপনি যদি গতানুগতিক চট্টগ্রামের উইকেট দেখেন, বিগত অনেকগুলো টেস্ট ম্যাচে, প্রথম কয়েকদিন স্পিন হয়, পরে ভালো হতে থাকে। তারপরও বলবো সব ব্যাটসম্যানকে কষ্ট করে রান করতে হয়েছে।’

কিন্তু করুনারত্নের বার বার উইকেটের দিকে আঙুল তোলার সঙ্গে কি বাংলাদেশ অধিনায়ক একমত? মাহমুদউল্লাহ এবার সোজা ব্যাটেই খেললেন, ‘আমার তো মনে হয় যে, ওদের এবং আমাদের দুই দলের ব্যাটসম্যানরাই ভালো ব্যাটিং করেছে। আমি জানি না তিনি কোন দিক থেকে এ কথা বলেছেন। উনি কেমন উইকেট চান, তা তাকে জিজ্ঞেস করতে হবে। টেস্ট ম্যাচ সব সময় কঠিন। তা উইকেট স্পিন-পেসবান্ধব হোক বা স্পোর্টিং হোক। যদি রান রেট দেখেন, আমাদের দুই ইনিংসেই পৌনে চারের মতো ছিল। এটা ভালো উইকেট ছিল। দুই দলের ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ভালো ব্যাটিং করেছে।’

মিরপুর টেস্টেও মাহমুদউল্লাহ এমন উইকেট চাইবেন কি না, এই প্রশ্নটা অবশ্য অনুচ্চারিতই থাকল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন