বিজ্ঞাপন

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: বরসহ ৭ জনের দাফন সম্পন্ন

July 16, 2019 | 4:15 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের ১১ যাত্রীর মৃত্যুর ঘটনায় বরসহ ৭ জনের দাফন সম্পন্ন  হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কালিয়া হরিপুর ঈদগাহ মাঠ, সয়াধানগড়া ঈদমাঠ ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুর্ঘটনায় মৃত কয়েকজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানাজায় আশপাশের গ্রামের শত শত মানুষ অংশ নেয়। শেষবারের মতো মৃতদেহ দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ছুটে এসে ভিড় জমায়। পৃথক পৃথকভাবে ছয়জনের জানাজায় অংশ নেওয়া মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ ৯ জনের মৃত্যু

বিজ্ঞাপন

নামাজে জানাজা শেষে উত্তর কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বর রাজন শেখ (২২), বরের মামাতো ভাই শিশু আলিফ বায়েজিদ (৮), একই এলাকার চুনিয়াহাটির মৃত মহির উদ্দিনের ছেলে ভাষা শেখকে(৫৫) কালিয়া হরিপুর করবস্থানে দাফন করা হয়। এছাড়া, বরযাত্রী শহরের রামগাতি মহল্লার আব্দুল মতির ছেলে আব্দুস সামাদ (৫০), তার ছেলে শাকিল (২০) ও শহরের সয়াধানগড়া মহল্লার সুরুত আলীর ছেলে হেলপার আব্দুল আহাদকে(২১) পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান ও চালক স্বাধীনকে (৪৫) পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, নববিবাহিত স্ত্রী উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের মেয়ে সুমাইয়া খাতুন(১৮) ও তার ভাবী আশরাফ আলীর স্ত্রী মমতা বেগমের (৩৫) নামাজে জানাজা বাদ জোহর এনায়েতপুর গুচ্ছগ্রাম ঈদগাঠ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শহরের দিয়ারধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরীফুল ইসলাম(২৬) ও রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আলম শেখের ছেলে খোকনের(২৪) জানাজা নামাজও বাদ জোহর অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে বরযাত্রীবাহী এক মাইক্রোবাসে পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় বর-কনেসহ ১১ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন