বিজ্ঞাপন

ভারতে তাসকিনের চার উইকেট শিকার

July 18, 2019 | 5:44 pm

স্পোর্টস ডেস্ক

ভারতে অনুষ্ঠিত হচ্ছে ডঃ কে থিম্মাপায়া স্মৃতি মাল্টি ডে অলইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। চার জোনে বিভক্ত হয়ে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। এর মাঝে এক মাত্র বিদেশি দল হিসেবে খেলছে বিসিবি একাদশ। নিজেদের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছে বিসিবি একাদশ। টাইগারদের হয়ে তাসকিন আহমেদ চার উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তাইজুল ইসলাম নিয়েছিলেন ৬ উইকেট।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাতিল ক্রিকেট একাডেমি ৩৩১ রান তোলে। জবাবে বিসিবি একাদশ ৩০৬ রানে অল আউট হয়ে যায়। টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান কাজী নজরুল ইসলাম। আউট হওয়ার আগে তিনি করেন ৮৭ রান।

মিনি রঞ্জি ট্রফি খ্যাত টুর্নামেন্টে পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে বিসিবি একাদশের হয়ে তৃতীয় দিনে দারুণ বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার বল করে ৬৯ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। তাসকিনের চারটি উইকেটের সবাই ক’জন ব্যাটসম্যানই বোল্ড আউট হয়ে ফিরেছেন। বোল্ড হওয়া ব্যাটসম্যানরা হলেন হার্ডিক থামুর, সারদেশাই, সুবহাম এবং আমান খান।

এছাড়াও মমিনুল, তাইজুল, শহিদুল এবং নাইম একটি করে উইকেট নিয়েছেন। তৃতীয় দিন শেষে বিসিবি একাদশের বিপক্ষে ৮ উইকেটের বিনিময়ে ২৭৪ রান সংগ্রহ করেছে পাতিল ক্রিকেট একাডেমি। এখন পর্যন্ত পাতিল ক্রিকেট একাডেমি এগিয়ে আছে ২৯৯ রানে।

বিজ্ঞাপন

বিসিবি একাদশ:
সাদমান, জহুরুল ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আরিফুল হক, নাইম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শহিদুল ইসলাম।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে আমরাই এগিয়ে: মোসাদ্দেক

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন