বিজ্ঞাপন

গার্দিওলার রেকর্ড ভেঙেছেন ভালভারদে

February 5, 2018 | 12:52 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

লা লিগায় মৌসুমের শুরু থেকে দুর্দান্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সবশেষ ডার্বি ম্যাচে এসপানিওলের মাঠে ১-১ গোলে ড্র করলেও নতুন উচ্চতায় নাম লিখিয়েছে কাতালানরা, বিশেষ করে কোচ আরনেস্টো ভালভারদে। চলতি মৌসুমে টানা ২২ ম্যাচে অপরাজেয় থেকে সাবেক কোচ পেপ গার্দিওলার রেকর্ড (২০০৯-১০) ছাড়িয়ে গেছেন তিনি।

আগেই বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলার রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারভারদে। গার্দিওলার অধীনে ২০০৯-১০ মৌসুমে স্পেনের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ১৭ জয় ও চার ড্রয়ে মোট ২১ ম্যাচে অপরাজিত ছিল বার্সা। সেটি এবার ভেঙে দিলেন ভালভারদে।

জয়ের দিক থেকে একটি ম্যাচ বেশি ভালভারদের। গার্দিওলার ১৭ জয়ের বিপরীতে ভালভারদের শিষ্যরা তাকে ১৮ জয় পাইয়ে দিয়েছে, বাকি চারটি ম্যাচ ড্র করেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা কাতালান ক্লাবটির পয়েন্ট ৫৮। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৯।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন