বিজ্ঞাপন

রোবট সোফিয়া জানে প্রধানমন্ত্রীর নাতনির নামও সোফিয়া

December 6, 2017 | 3:57 pm

স্টাফ করসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনির নাম সোফিয়া। ছেলে সজীব ওয়াজেদ জয়ের কন্যা। নাতনির সঙ্গে তো তার কথা হয়ই।

কিন্তু বুধবার সকালে প্রধানমন্ত্রী কথা বললেন যে সোফিয়ার সঙ্গে সে অন্য সোফিয়া। এ এক রোবট সোফিয়া। ঢাকায় শুরু হওয়া ডিজিটাল মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে সেই সোফিয়ার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ অনুষ্ঠান উদ্বোধনের আগে কৃত্রিম বৃদ্ধিমত্তা সম্পন্ন তারকা রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় মঞ্চে দাঁড়ানো সোফিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে সোফিয়ার কথা হয় ইংরেজিতে। শুনুন কি কথা হলো

প্রধানমন্ত্রী: ‘হ্যালো সোফিয়া, কেমন আছ?’

সোফিয়া: হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, আমি গর্ববোধ করছি, আপনার সঙ্গে আজকের এই সাক্ষাৎ দারুণ ব্যাপার।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নাতনির নাম যে সোফিয়া তাও কিন্তু জানে রোবট সোফিয়া।

সে কথা বলতেই প্রধানমন্ত্রী হেসে উপস্থিত সবাইকে জানান, তার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মেয়ের নামও সোফিয়া।

সোফিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কথা হয়।

তিনি জিজ্ঞেস করেন, ‘তুমি তো আমার ও আমার ভিশন সম্পর্কে অনেক কিছু জানো। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তুমি কী জানো?’

বিজ্ঞাপন

উত্তরে সোফিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন তুলে ধরে। ই-গভর্নেন্সসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বলে। বঙ্গবন্ধু হাই টেক সিটি সম্পর্কে অবগত থাকার বিষয়টিও সোফিয়া প্রধানমন্ত্রীকে জানায়।

এরপর প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইমরান আহমদ, সরকারের বিভিন্ন মন্ত্রী, সরকারি-বেসরকারি খাতের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

সারাবাংলা/একে/এমএম

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন