বিজ্ঞাপন

রাবিতে একবারই পরীক্ষার সুযোগ, যোগ হলো লিখিত

July 24, 2019 | 5:01 pm

রাবি করেসপেন্ডন্ট

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষায় থাকছে না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ। এছাড়া এবছর এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) ও লিখিত উভয় পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা ।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) দুপুরে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু এ তথ্য জানিয়ে বলেন,  আগামী ২০ অক্টোবর থেকে শুরু হয়ে  ২২ অক্টোবর পর্যন্ত চলবে এবারের ভর্তি  পরীক্ষা।

ড. লায়লা আরজুমান বানু জানান, এবছর ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ যার সময় ৫০ মিনিট। আর লিখিত ২০ টি প্রশ্নে ৪০ নম্বর হবে। এতে সময় থাকবে ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা ৪৫ ও ১২ টা থেকে ১ টা ৪৫ পর্যন্ত দুই শিফট এ পরীক্ষা চলবে ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদন করা যাবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আর চুড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে।

বিজ্ঞাপন

এছাড়া এবার তিনটি ইউনিটের অধীনে চলা ভর্তি পরীক্ষায় এ ইউনিটের অধীনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরীক্ষা হবে। এই ইউনিটে থাকবে বিভাগ পরিবর্তনের সুবিধা। ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভ‚বিজ্ঞান, কৃষি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।অন্যদিকে  একজন পরীক্ষার্থী শুধু একটি ইউনিটে পরীক্ষা দিতে  পারবে।

এবার ইউনিট প্রতি ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

যেসব শিক্ষার্থী মানবিক শাখা থেকে এসএসসি ও এইচএসসি/ সমমানের জন্য(চতুর্থ বিষয়সহ)নূন্যতম ৩ পয়েন্ট করে ৭, বাণিজ্য শাখায় ৩.৫০ করে ৭.৫০ এবং বিজ্ঞান ইউনিটে ৩.৫০ করে ৮ পয়েন্ট পেয়েছেন তারাই কেবল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন