বিজ্ঞাপন

ঢাকায় ফিরলেন সেই সালমান বাট

February 6, 2018 | 11:03 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

 

জেল জরিমানায় পড়েছেন, ছিলেন দলের বাইরেও। এমনকি নিষেধাজ্ঞা ছিল ক্রিকেটেও! এবার দল থেকে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ওপেনার সালমান বাট খেলবেন বাংলাদেশের ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে। বুধবার ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকেই। আর শুরু থেকেই যোগ দেবেন সালমান। লম্বা সময় পর মাঠে ফেরার আনন্দও কাজ করছে পাকিস্তানি এই ক্রিকেটারের মধ্যে। সালমান তাই বললেন, ‘লম্বা সময় পর মাঠে ফিরছি, ভালো লাগছে।’

বিজ্ঞাপন

বাংলাদেশে প্রথম শ্রেণীর লিগ প্রতিযোগিতায় তার খেলার আগ্রহ যে অনেক সেটাও বোঝালেন সালমান। ‘ক্রিকেটে বাংলাদেশ এখন উচ্চতার দিক থেকে বেশ ওপরে। এটা তারা বারবারই খেলার মাধ্যমেই প্রমাণ করেছে। ভালো খেলার ব্যাপারটা উঠে এসেছে ঘরোয়া লিগের কারনেই। ঘরোয়া ক্রিকেটে মহামেডান নামকরা দল, অনেক পাকিস্তানের খেলোয়াড়ও খেলেছে এই দলের হয়ে। আশা করছি ভালো কিছু দিতে পারবো। সাকিব আল হাসান এই দলের নেতৃত্ব দেবে, তাই আমি বিশ্বাস করি ব্যতিক্রম কিছুই হবে।’

মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল বাঁহাতি এই ব্যাটসম্যানের কথা। বুধবার ব্রাদার্সের বিপক্ষে মাঠে নামবেন সালমান। পাকিস্তান দলের সাবেক এই ব্যাটসম্যানকে নিয়ে বেশ আশাও জানিয়েছেন মোহামেডানের ক্লাব কর্মকর্তা ওয়াসিম খান। ‘সালমান ব্যাটসম্যান হিসেবে বেশ ভালো, আমরা ওর কাছ থেকে ভালো কিছুই আশা করছি।’ আর পুরো মৌসুমেই এই ক্রিকেটারকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তা ওয়াসিম, ‘সালমান এই টুর্নামেন্টে পুরো সময় জুড়ে থাকবে। এখন ওর শুরুটা দেখার অপেক্ষায় আছি।’

নিষেধাজ্ঞা শেষে ২০১৫ সালে ঘরোয়া ক্রিকেটে ফেরেন সালমান। জাতীয় দলে ফেরার জন্যেও মুখিয়ে আছেন এখন।মোহামেডানের হয়ে খেলে নিজের যোগ্যতা দেখাতে এবার বেশ আগ্রহী হয়ে উঠেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

এর আগে ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন সালমান। একই বছর জুনে ভারতের বিপক্ষে খেলেছেন শেষ একদিনের ক্রিকেট। আর টি-টোয়েন্টির শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন একই বছরের জুলাইতে। তবে নিষেধাজ্ঞা শেষে খেলেছেন ঘরোয়া লিগের হয়ে বেশকটি ম্যাচ।

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন