বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভালে বন্দুক হামলায় চারজনের মৃত্যু

July 29, 2019 | 1:30 pm

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভালে বন্দুক হামলায় সন্দেহভাজন এক বন্দুকধারীসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর নিউ ইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুলাই) বিকালে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে তিনদিনের গার্লিক ফেস্টিভালের শেষদিনে এই গোলাগুলির ঘটনাটি ঘটে।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো জানান, গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত চারজনের মৃত্যু ও পনেরো জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।  প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে , ত্রিশ বছর বয়েসী এক শ্বেতাঙ্গকে রাইফেল হাতে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে দেখেছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া এক ভিডিওতে দেখা গেছে, গোলাগুলির সময় ফুড ফেস্টিভাল উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন দর্শনার্থীরা।

বিজ্ঞাপন

হামলার পর পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

সারাবাংলা/ওএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন