বিজ্ঞাপন

বিপিএল শুরুর আগেই চিটাগং ভাইকিংসের বিদায়

July 29, 2019 | 7:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিপিএল ষষ্ঠ আসরের আগেও খবর চাউর হয়েছিল, বন্দর নগরীর দল চিটাগং ভাইকিংস ওই আসরে অংশ নিচ্ছে না। কিন্তু শেষ অবধি সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। কিন্তু এবারের বিষয়টি অবধারিত। ফ্র্যাঞ্চাইজিটি বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

বিজ্ঞাপন

ফলে আসন্ন বিপিএলে চট্টগ্রাম থেকে নতুন নামে কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেখা যেতে পারে। এই মর্মে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই এক্সপ্রেশন অব ইন্টারেস্ট পত্রিকায় প্রকাশ করেছে।

সোমবার (২৯ জুলাই) সারাবাংলা.নেটকে এতথ্য দিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তার দেওয়া তথ্যমতে, চিটাগং ভাইকিংস আর কন্টিনিউ করবে না। আমাদের প্রথম লটে এটাই ছিল শেষ বছর। ওরাই একমাত্র দল যারা জানিয়েছে বিপিএলে আর থাকছে না। আজ এক্সপ্রেশন অব ইন্টারেস্ট দিয়েছি। কেউ আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে।

বিজ্ঞাপন

বিসিবি সিইও’র কথার সারমর্ম হচ্ছে, ডিবিএল গ্রুপ যারা চিটাগং ভাইকিংস ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে অংশ নিত তারা আর বিপিএলে অংশ নিচ্ছে না। তবে চিটাগং থেকে অন্য নামে কোনো ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে পারে।

আগামী ৩ ডিসেম্বর সপ্তম বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে আর ৬ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন