বিজ্ঞাপন

রসিক নির্বাচন: এবার বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

December 6, 2017 | 5:49 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আওয়ামী লীগ মনোনীয় প্রার্থীর পরে এবার নির্বাচনী আচরণ-বিধি ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলার বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে বাবলাকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে। এতে আগামী তিন দিনের মধ্যে লিখিত জাবাব দিতে বলা হয়েছে।

বুধবার রংপুর নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তবে কাওসার জামান বাবলার অভিযোগের তীর সরকারের দিকে। তিনি বলেন, নির্বাচন থেকে দূরে রাখতেই তার বিরুদ্ধে অভিযোগ। সরকার দলীয় প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু ক্রমাগত নির্বাচনী আচরণ-বিধি ভাঙছেন, অথচ কমিশন সেদিকে তাকিয়েও দেখছে না।

বিজ্ঞাপন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা।

আরসি/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন