বিজ্ঞাপন

চট্টগ্রামে মাদকের আসরে অভিযান, ৮ জনের কারাদণ্ড

July 31, 2019 | 10:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মাদকের আসর থেকে আটজনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডের লইট্টাঘাট এলাকায় মাদকের আসরে অভিযান চালানো হয়।

আটক আটজন হলেন- বিনোদ দাস (৪৫), সুধীর দাস (২৮), খোকন দাস (৬০), সাগর (২২), সুভাষ দাস (৪৮), মো. সেলিম (৩০), মো. জাকির (২৬) এবং রতন দাস (৩৫)।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম সারাবাংলাকে জানান, আটক আটজন নদীতে মাছ ধরার পেশায় জড়িত। তারা নদীর তীরে দলবেঁধে বসে গাঁজা সেবন করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমসহ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গাঁজাসহ আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিভিন্ন মেয়াদে অনধিক ১৫ দিন এবং অনধিক ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটজনকে পরে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরডি/ওএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন