বিজ্ঞাপন

আবাহনীর ডাগ আউটে টিটু, ক্যাম্প শুরু এ মাসেই

February 6, 2018 | 5:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

দ্রাগো মামিচ চলে যাওয়ার পর ঢাকা আবাহনীর কোচ হতে আগ্রহীদের সিভির ভিড় জমে গিয়েছিল ক্লাবের খাতায়। তবে বিদেশি কোচ নয়, বরং দেশি কোচের উপর ভরসা রাখতে চায় ক্লাব কর্মকর্তারা। তাই ডাগ আউটে জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে ভিড়িয়েছে লিগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপকে সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে আবাহনী।

স্থানীয় এই কোচের আওতাধীনে এই মাসের ১১ তারিখ থেকে এএফসি কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে আকাশী-নীল জার্সিধারীরা।

ক্লাব ম্যানেজার সত্যজিত দাস রুপু সারাবাংলাকে কোচ নিয়োগের বিষযটি নিশ্চিত করে বলেন, ‘এএফসি কাপের জন্য স্থানীয় কোচের ওপর ভরসা রাখতে হচ্ছে। দেখে-শুনে আমরা সাইফুল বারী টিটুকে চূড়ান্ত করেছি। নতুন করে ১১ ফেব্রুয়ারি থেকে ফুটবলারদের ক্যাম্প শুরু হবে। সেদিন থেকে আশা করছি টিটু যোগ দেবেন।’

বিজ্ঞাপন

মোহামেডানের সাবেক খেলোয়ার সাইফুল বারী টিটু আবাহনী শিবিরে আসতে পেরে আনন্দিত, ‘আবাহনীর কোচের দায়িত্ব পালন করাটা সৌভাগ্যের বিষয়। আমার সঙ্গে টিম ম্যানেজমেন্টের কথা হয়েছে। এএফসি কাপে দলটির দায়িত্ব নিতে যাচ্ছি। এএফসি কাপে আবাহনী যেন ভালো করতে পারে, সেই চেষ্টাই থাকবে।’

মার্চে এএফসি কাপের প্লে অফে অংশ নেবে ঢাকা আবাহনী। হাতে এক মাস সময় আছে। এর মাঝে ১১ তারিখ থেকে প্রস্তুতি ক্যাম্প। এক মাসে টিটুর নেতৃত্বে অংশ নিয়ে আন্তর্জাতিক ট্রফি খরা ঘোঁচানোর চেষ্টা করবে আবাহনী।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন