বিজ্ঞাপন

মিরপুরে ‘স্পিন-চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত মুশফিক

February 6, 2018 | 5:35 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

মাঠে ঢুকতেই দেখা গেল, মিরপুরের মাঠ যেন এক সপ্তাহের মধ্যে অনেকটাই সবুজ হয়ে এসেছে। সকালে উইকেটটাও কাছ থেকে দেখে এলেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। শেষ পর্যন্ত কোন উইকেটে খেলা হবে, তা এখনই বলা মুশকিল। তবে চট্টগ্রামে যে উইকেটে খেলা হয়েছে, মিরপুরে তেমন কিছু হলে ফল আসার সম্ভাবনা হতে পারে দুরাশা।

মুশফিকুর রহিম অবশ্য উইকেট নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। বরং মিরপুরে স্পিনারদের সেই আরাধ্য উইকেট ফিরে এলেও সমস্যা দেখছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক।

প্রশ্নগুলোর উত্তর কয়েক মাস হলে তারই সবচেয়ে ভালোভাবে দেওয়ার কথা ছিল। এই তো, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন বাংলাদেশের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের পর অধিনায়কত্ব হারিয়েছেন। তবে মিরপুরে তার অধীনেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

‘এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের খুব কাছে আমি নেই। তারপরও আমি মনে করি এই মাঠে আমাদের ভালো দুটি স্মৃতি আছে। খুব বেশিদিন হয়নি। চেষ্টা করব ওইরকম যদি সুবিধা পায় আমাদের বোলাররা, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য কঠিন হলেও সমস্যা নেই। এমন উইকেট পেলে আমরাও ভালো কিছু করতে পারব।’

বিশেষ করে চট্টগ্রাম টেস্টে সবাই যেভাবে ব্যাট করেছে, সেটাকে বাড়তি আত্মবিশ্বাস হিসেবেই দেখছেন মুশফিক, ‘শেষ টেস্টের শেষ ইনিংসে যা করে দেখিয়েছে আমাদের ব্যাটসম্যানরা, অবশ্যই এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। চট্টগ্রামের টেস্টের প্রতিফলন ইনশাল্লাহ এই টেস্টে আপনারা দেখতে পারবেন।’

উইকেটের ব্যাপারটা তাই মাথাতেই রাখতে চাইছেন না, ‘উইকেট যেমনই হোক, আসলে উইকেট যদি কঠিন হয়, প্রতিপক্ষও কিন্তু সেই কঠিন ব্যাপারটার মাঝ দিয়েই যাবে। আর যদি নরমাল হয়, যেভাবে গত ম্যাচে হয়েছে, দুই দলের জন্যই আসলে উইকেট একই রকম হবে। উইকেট নিয়ে চিন্তা করার খুব বেশি সময় আসলে নেই। আমাদের আর মাত্র দুটি দিন সময় আছে। আর অস্ট্রেলিয়ার সাথে আমরা যে রকম উইকেটে খেলেছি, তা কিন্তু সহজ ছিল না। আমি মনে করি, যে উইকেটেই খেলি না কেন আমাদের প্রয়োগটা ঠিকভাবে করতে হবে। গত ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে। উইকেট যেমনই হোক, আমাদের তা মাঠে প্রয়োগ করে দেখাতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন