বিজ্ঞাপন

‘ভালো ফিল্ডিং করেছি নাকি’ প্রশ্ন মুশফিকের

February 6, 2018 | 6:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রশ্নটা করতেই হেসে দিলেন মুশফিকুর রহিম। হেসে বললেন, ‘ভালো ফিল্ডিং করেছি নাকি?’

মুহূর্তটা অবশ্য তার ভোলার কথা নয় কোনোভাবেই। মিড অফ থেকে অনেকটা দৌড়ে পেছন থেকে ধরতে হয়েছিল ক্যাচটা। কুশল মেন্ডিস ১৯৬ রানে আউট হয়ে যাওয়ার যতটা কৃতিত্ব তাইজুলের, বেশ কিছুটা মুশফিকেরও বটে। তবে মুশফিক যেন তা ভুলেই গেছেন!

২০০৬ সালের পর টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো দলে ছিলেন শুধু ব্যাটসম্যান হিসেবে। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাননি একটুর জন্য, দ্বিতীয় ইনিংসে অনেকটা দুর্ভাগ্যজনকভাবেই আউট হয়ে গেছেন। এখন কি আগের চেয়ে চাপ একটু কম তার ওপর?

বিজ্ঞাপন

মুশফিক অবশ্য তা মনে করেন না, ‘চাপতো একটু থাকেই। অধিনায়ক হলে দলে অটোমেটিক চয়েজে থাকা যায়। সেখানে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকলে অবশ্যই পারফরম্যান্স করতে হবে। গত টেস্টে আমি চেষ্টা করেছি আমার দলকে সেরাটা দিতে।’

তবে সব মিলে ক্যারিয়ারের নতুন এই বাঁকবদলটা উপভোগই করছেন মুশফিক, ‘ব্যাখ্যা করার কিছু নেই। আগে দায়িত্ব ছিল কয়েকটা। এখন একটা। সব সময়ই চেষ্টা থাকে সকল দায়িত্বগুলো পালন করার। অধিনায়ক থেকে কিপিং করেও অনেক সময় রান পেয়েছি, আবার অনেক সময় শুন্য রানে আউট হয়েছি। আমার মনে হয় এই পরিস্থিতিটা সাধারণ। যখন যে পরিস্থিতি আসবে, তার মুখোমুখি হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি সেটাই এখন চেষ্টা করছি।’

নতুন ভূমিকায় নিজেকে অন্যভাবে দেখার একটা ব্যাখ্যাও দিলেন, ‘প্রথম ইনিংসে ব্যাটিং না করলে, আগেই উইকেট বোঝা যায়। সে দিক থেকে বলবো হ্যাঁ, একটু নতুনত্ব আছে। আমি এটা নিয়ে খুশি।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে পয়েন্ট, কাভার, মিড অফ থেকে শুরু করে অনেক পজিশনেই ফিল্ডিং করেছেন মুশফিক। কিন্তু দর্শক হয়ে দেখতে হয়েছে, স্লিপে বাংলাদেশ বেশ কয়েকটা সুযোগ ছেড়েছে। এই ব্যাপারটা ভাবাচ্ছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককেও।

মুশফিক যোগ করেন, ‘আসলে আমার ১০টা আঙুলের মধ্যে দুই তিনটা আঙুলে ফাটল আছে। তো আমার জন্য স্লিপে দাঁড়ানোটা খুবই কঠিন। আত্মবিশ্বাস না থাকলে কঠিন হয়ে যায়। এ ছাড়া আমাদের জেনুইন স্লিপ ফিল্ডার নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটাও আমাদের মাথায় আছে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন