বিজ্ঞাপন

ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়া বিপদজনক

February 6, 2018 | 7:08 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: প্রতি বছর ভূ-গর্ভস্থ পানি যে হারে নিচে নামছে তা বিপদজনক। সুপেয় পানি ও কৃষিকাজের জন্য ব্যবহার বেড়ে যাওয়ায় ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পানির স্তর ৩ থেকে ১০ মিটার পর্যন্ত নেমে গেছে।

মঙ্গলবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে  আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পানির স্তর নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছেনা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হচ্ছে। তাছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৪৩টি পুকুর পুনঃখনন ও ২শটি পুকুর নতুনভাবে খনন করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, সরকারের নেওয়া এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে ভূ-গর্ভস্থ পানির রিজার্ভে সহায়ক হবে।

সারাবাংলা/এমএস

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন