বিজ্ঞাপন

২০১৯ সালে ঢাকাকে ওআইসি সিটি অব ট্যুরিজম ঘোষণা

February 6, 2018 | 9:32 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাকে ২০১৯ সালের জন্য ওআইসি সিটি অব ট্যুরিজম ঘোষণা করা হয়েছে। দুই দিনব্যাপী ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন বিষয়ক মন্ত্রিপর্যায়ের সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁও এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

তিনি বলেন, আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ওআইসি ট্যুরিজম মিনিস্টার্স ফোরামের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, গ্লোবাল ব্র্যান্ডিং হিসেবে সারা বিশ্বে প্রমোট করার জন্য সদস্যভুক্ত দেশগুলোর সহযোগিতায় একটি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া ২০১৮ সালে ইরানের তাবরিজকে ও ২০২০ সালে আজারবাইজানের গাবালাকে ওআইসি সিটি অব ট্যুরিজম ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক এবং ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন