বিজ্ঞাপন

আবারও বিদেশি তেলের ট্যাংকার আটক করেছে ইরান

August 4, 2019 | 4:42 pm

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগর থেকে ইরান আরও একটি বিদেশি তেলের ট্যাংকার আটক করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার (৪ আগস্ট) এ তথ্য জানায় বিবিসি। এর আগে গত ১৯ জুলাই স্টেনা ইম্পেরো নামের একটি ব্রিটিশ পতাকাধারী তেলের ট্যাংকার জব্দ করে দেশটি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌরক্ষীরা পারস্য উপসাগর থেকে একটি বিদেশি তেলের ট্যাংকার জব্দ করেছে, যেটি তেল চোরাচালান করছিল। এই ঘটনায় জাহাজের ৭ নাবিককে আটক করা হয়েছে।

রেভ্যুলিউশনারি গার্ডের সংবাদমাধ্যম সেপা’তে বলা হয়েছে, সংঘবদ্ধ চোরাচালান আবিষ্কার করার পর তেলের ট্যাংকারটি আটক করা হয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে এই দ্বিতীয়বারের মতো ইরান তেল চোরাচালানের অভিযোগ আনল। এর আগে গত ১৩ জুলাই ইরানের কোস্টগার্ড পানামার পতাকাধারী এমটি রিয়াহ আটক করে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্কে সংকট শুরু হয়। চলতি বছরে ওমান ও পারস্য উপসাগরে বিভিন্ন তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরানকে এসব হামলায় দায়ী করলেও ইরান তা অস্বীকার করে।

গত ৪ জুলাই ব্রিটেন নিয়ন্ত্রিত জিব্রাল্টার থেকে ইরানের তেলের ট্যাংকার আটক করে ব্রিটিশ রয়েল নৌ সেনারা। যুক্তরাজ্যের দাবি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই জাহাজে করে সিরিয়ায় তেল সরবরাহ করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে ইরানও ব্রিটিশ পতাকাধারী তেলের ট্যাংকার জব্দ করেছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন