বিজ্ঞাপন

বগুড়ায় দু’দল সন্ত্রাসীর গোলাগুলিতে ২ জনের মৃত্যু

August 7, 2019 | 10:36 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সন্ত্রাসীদের দুই দলের গোলাগুলিতে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের ব্রিজের উপর এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহতরা হলেন গাইবান্ধার সদর উপজেলার কাঁচদহ গ্রামেন ধনেশ ওরফে সুকুমার ও নাটোরের সিংড়া থানার বামিহাল গ্রামের আফজাল (৫৫)।

বিজ্ঞাপন

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারের পাশে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে শেরপুর থানার টহল পুলিশের একটি দল দ্রুত সেখনে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন