বিজ্ঞাপন

আট দেশের সেরা অ্যাথলেটদের নিয়ে বিশ্বকাপ

February 7, 2018 | 3:46 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আটটি শীর্ষ দেশকে নিয়ে আগামী গ্রীষ্মে অ্যাথলেটিকস বিশ্বকাপ আয়োজন করবে লন্ডন। ব্রিটিশ অ্যাথলেটিকস গতকাল নতুন এ ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ ও ১৫ জুলাই লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা এই ইভেন্ট।

ইভেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, চীন, জার্মানি, ফ্রান্স, জ্যামাইকা ও দক্ষিণ আফ্রিকা।

গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের আয়োজক ছিল লন্ডন। এছাড়া, সেখানে ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক গেমস।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফিল্ড ও ট্র্যাকের সবগুলো ইভেন্টই থাকবে। এছাড়া, নতুন করে যুক্ত হয়েছে ১৫০০ মিটার দৌঁড়। এবারের ইভেন্টে একটি দেশের একজন করে পুরুষ ও মহিলা প্রতিটি ইভেন্টে অংশ নিতে পারবে। প্রতিযোগতায় প্রাইজ মানি থাকবে ২০ লাখ মার্কিন ডলার।

অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ তারকারাই এই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আশা করছেন ব্রিটিশ অ্যাথলেটিকসের প্রধান নির্বাহী নিয়েলস ডি ভস। তিনি জানান, ‘আট দেশের সেরা অ্যাথলেটদের নিয়ে বিশ্বকাপ দারুণ সাড়া ফেলবে। আমরা আশা করছি দেশগুলোর জাতীয় পর্যায়ের সেরা অ্যাথলেটরাই এখানে আসবে। বিষয়টি নির্ভর করছে অংশগ্রহণকারী দেশগুলোর নিজস্ব সিদ্ধান্তের ওপর। তারা নিজেরাই নির্বাচন করবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলেটদের।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন