বিজ্ঞাপন

মিরপুরের উইকেটে ফল দেখছেন মাহমুদউল্লাহ-চান্ডিমাল

February 7, 2018 | 3:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

চট্টগ্রামের উইকেট পুরো পাঁচ দিনই বোলারদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে নিস্ফলা ড্রতে। কিন্তু মিরপুরের উইকেট কেমন আচরণ করবে কাল থেকে? শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই অধিনায়ক দীনেশ চান্ডিমাল আর মাহমুদউল্লাহ দুজনেই বলে গেলেন, উইকেট দেখে স্পিন ধরবে বলেই মনে হচ্ছে। মাহমুদউল্লাহ তো সরাসরিই বলে দিলেন, ফল আশা করছেন তিনি।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে।

মিরপুরের গত কিছুদিনের ইতিহাস বলছে, অধিনায়কদের সেই আশা দুরাশা নয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অনেক দিন মনে রাখার মতো সেই দুই জয় এসেছিল মাত্র তিন দিনেই। মিরপুরে সর্বশেষ কোনো টেস্ট ড্র হয়েছে, সেটাও পাঁচ বছর হয়ে গেছে। সব সমীকরণ বলছে, মিরপুরে ফল দেখার সম্ভাবনা আছে ভালোমতোই।

বিজ্ঞাপন

সেই আশার পালে জোর হাওয়া দিলেন মাহমুদউল্লাহ, ‘পিচের কথা যদি বলি, দেখে মনে হয়েছে শুষ্ক পিচ। আমার মনে হয় এই উইকেটে রেজাল্ট আশা করতে পারি। এটা স্পিনারদের জন্য সহায়ক হবে। নরমালি আমরা ঢাকায় যে ধরনের উইকেট দেখতে পাই এটা তেমনই আছে। ট্রাইনেশন সিরিজেও এখানে বোলারদের জন্য মোটামুটি হেল্প ছিল। ঢাকার উইকেটে কিছু না কিছু হেল্প থাকে বোলারদের জন্য। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

কিন্তু এ ধরনের উইকেটে ব্যাটসম্যানদের মানসিকতা আসলে কেমন হবে? মাহমুদউল্লাহ ইতিবাচক খেলার কোনো বিকল্প দেখছেন না, ‘আমি সব সময় বলি ব্যাটসম্যানদের মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। সেটা ঠিক রেখে যদি স্কিল প্রয়োগ করতে পারি আশা করি কাজে দেবে ইনিংস বিল্ড করার জন্য। চট্টগ্রামেও ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ছিল, অ্যাগ্রেসিভ ছিল। একই মনোভাব থাকবে।’

শ্রীলঙ্কা অধিনায়ক চান্ডিমালও আজ সকালে অনুশীলনের ফাঁকে দেখে গেছেন উইকেট। মিরপুরের উইকেটটা ত্রিদেশীয় সিরিজে কাছ থেকেই দেখেছেন। তবে আজ উইকেট দেখে তার কথায়ও মাহমুদউল্লাহর প্রতিধ্বনি, ‘ত্রিদেশীয় সিরিজে আমরা ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো উইকেট পাইনি। ওটা ছিল স্পিনারদের উইকেট, ব্যাটসম্যানদের জন্য এখানে কিছুই ছিল না। এই উইকেট দেখেও মনে হচ্ছে বেশ শুকনো হবে। স্পিনারদের এখানে বড় একটা ভূমিকা পালন করতে হবে।’

বিজ্ঞাপন

এখানে যে ফল হবে, সেটা অবশ্য কোনো রাখঢাক না করেই জানিয়ে দিলেন চান্ডিমাল, ‘আমার মনে হয় অবশ্যই এখানে ফল আসবে। চট্টগ্রামের মতো অন্তত হবে না। দুই দলের জন্যই এটা হবে বড় একটা চ্যালেঞ্জ।’

সেই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত কারা জয়ী হবে, কদিনের মধ্যেই জানা যাবে।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন