বিজ্ঞাপন

২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ, প্রস্তুত ১৪ হাজার কর্মী

August 11, 2019 | 9:46 pm

সাদ্দাম হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: কোরবানির ঈদের বাকি আর কয়েক ঘণ্টা। এবার পশু জবাইয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কোরবানির পশুর বর্জ্য অপসারণে রাজধানীতে প্রস্তুত রয়েছে তাদের ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী। সেই সঙ্গে দুই সিটি ইতোমধ্যে হটলাইন নম্বরও চালু করেছে। যাতে কোথাও বর্জ্য থাকলে সঙ্গে সঙ্গে তা যেনো সিটি করপোরেশনকে ফোন করে জানানো যায়।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান গেছে, এবার ডিএসসিসির নিয়মিত ৫ হাজার ২৪১ জন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে কাজ করবে অতিরিক্ত ১ হাজার ২৫২ জন। সেই সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় (পিসিএইচপি) কাজ করবে ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী। আর তাদের কাজের জন্য রাখা প্রস্তুত রয়েছে ৬০০টি ভ্যান, প্রায় তিন শতাধিক ট্রাক। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে কাজ করবে তারা।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘প্রায় দশ হাজারের মতো পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রয়েছে আমাদের। গত বছর আমরা ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণে সক্ষম হয়েছিলাম। এবারও সে প্রত্যাশা করছি। সে লক্ষেই সব প্রস্তুতিও শেষ হয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৭৫ হাজার বর্জ্য রাখার ব্যাগ, ১ হাজার ৮০০টি স্যাভলন, ১ হাজার ৪০০ ড্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে ডিএসসিসির আওতাধীন নির্ধারিত ৩৭৫টি স্থানে কোরবানি দিতে নগরবাসীকে আহ্বান জানিয়ে ১ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বর্জ্য অপসারণ করতে ইতোমধ্যে ল্যান্ডফিল্ডেও জায়গা প্রস্তুত করা হয়েছে। গতবছর প্রায় ১৯ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছিল। এবারও সে লক্ষ্যমাত্রা নিয়েই প্রস্তুতি নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা এবারের বর্জ্য অপসারণটাকে চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছি, কারণ এবার ডেঙ্গুর একটা নাজুক অবস্থা। তাই ২৪ ঘণ্টা নয়, তারও আগে যত দ্রুত সম্ভব আমরা বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছি। এখন সবচেয়ে বেশি প্রয়োজন নগরবাসীর সহযোগিতা। তারা যদি নির্ধারিত স্থানে পশু জবাই করে এবং বর্জ্যগুলো বিতরণ করা ব্যাগে রাখে তাহলে কর্মীরা দ্রুত গিয়ে সে বর্জ্য অপসারণ করতে পারবে। আমরা এলাকা এবং জনসংখ্যা বিবেচনায় কর্মী এবং ময়লা অপসারণের সরঞ্জাম বেশি রেখে প্রস্তুতি নিয়েছি।’

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংস্থাটির নিজস্ব আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে কাজ করবে পিসিএইচপি’র সাড়ে ৪ হাজারসহ মোট ৬ হাজার কর্মী। আর তাদের জন্য প্রস্তুত আছে প্রায় ৫ শতাধিক ভ্যান এবং দুই শতাধিক ট্রাক।

ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা মঞ্জুর হোসেন সারাবাংলাকে বলেন, ‘ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে ২৭০টি স্থান নির্ধারিত করা হয়েছে পশু কোরবানীর জবাইয়ের জন্য। যদি এসব নির্ধারিত স্থানে পশু জবাইয় দেওয়া হয় তাহলে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব। এতে স্বচ্ছ-সুন্দর এবং দুর্গন্ধমুক্ত শহর নিশ্চিত করা যাবে খুব দ্রুত। তাই সবার কাছে অুনরোধ নির্ধারিত স্থানে যেন পশু জবাই দেওয়া হয়।’

বিজ্ঞাপন

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সারাবাংলাকে বলেন, ‘একটা সুন্দর নগরী গড়তে আমাদের যা কিছু করণীয় ইতোমধ্যে আমরা তা করেছি। আমরা নগরবাসীকে বলেছি ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে তারও আগে যেনো আমরা শহরকে বর্জ্য মুক্ত ঘোষণা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘পশু জবাই দেওয়ার পর পরই আমাদের কর্মীরা বর্জ্য অপসারণে মাঠে কাজ শুরু করে দেবে। কারও এলাকায় যদি বর্জ্য থেকে যায় তাহলে তিনি আমাদের হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন দেবেন। হটলাইনে অপারেটররা কলদাতার বাসাবাড়ি কিংবা এলাকায় পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে দেবেন।’ এছাড়াও বর্জ্য অপসারণের সার্বিক কাজ ফেসবুকে তদারকি করা হবে বলেও জানান মেয়র।

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন