বিজ্ঞাপন

পেনসিলভানিয়ার ডে কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডে ৫ শিশুর মৃত্যু

August 12, 2019 | 5:20 pm

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ভবনে আগুন লেগে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এটি ডে কেয়ার সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ডে কেয়ার সেন্টারের মালিককে। স্থানীয় সময় রোববার (১১ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া শিশুদের বয়স ৮ মাস থেকে ৭ বছর। তাদের বাবা-মা চাকরিতে ব্যস্ত থাকায় শিশুদের ডে কেয়ার সেন্টারে রাখা হয়। কিভাবে এমনটা ঘটলো তা জানতে তদন্ত করা হচ্ছে।

স্টেট ডিপার্টমেন্টের নথি সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের শিকার হওয়া ডে কেয়ার সেন্টারটি দ্য হ্যারিস ফ্যামেলি ডে কেয়ার নামে পরিচিত।

স্থানীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বাচ্চাদের শোবার ঘরের আশেপাশ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন