বিজ্ঞাপন

ঈদের জামাতের টাকা আদায় নিয়ে সংঘর্ষ, একজনের মৃত্যু

August 13, 2019 | 1:26 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মেহেরপুর: মেহেরপুরে ঈদের জামাতের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আলেক জোয়ার্দার (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সকালে মেহেরপুরের সাহারবাটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত আলেক জোয়ার্দারকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাভার এলাকায় তার মৃত্যু হয়। গাংনী থানার (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাংনী থানার ওসি সারাবাংলাকে জানান, সাহারবাটি গ্রামে ঈদের জামাতে টাকা আদায় নিয়ে স্থানীয় রুহুল গ্রুপের লোকজনের সাথে আলেকের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ঘে রূপ নেয়। এতে আলেকসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আলেককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাভার এলাকায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে গাংনী থানায় ছয়জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কামরুল ইসলাম নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে।

সারাবাংলা/ওএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন