বিজ্ঞাপন

‘ফিরোজা’ ঘিরে নিরাপত্তা

February 8, 2018 | 9:42 am

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা’য় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশান-২ নম্বরের ওই বাড়িটি ঘিরে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো তৎপরতা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ৭৯ নম্বর সড়কে মোটরসাইকেল কিংবা অন্য কোনো গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা পায়ে হেঁটে প্রবেশ করছেন তাদের বিশেষ তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

সড়কের দুইপাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

গুলশান ২ নম্বর সড়কে দ্বিস্তরের চেক পোস্ট বসানো হয়েছে। ফাঁকা করা হয়েছে আশেপাশের সড়কও।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ।পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

গত ২৫ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আলোচিত এ মামলার রায়ের জন্য ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন ঠিক করে দেন আদালত।

 

এই দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ছয়জন আসামি। বাকি পাঁচ আসামি হলেন-খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। যিনি মুদ্রাপাচারের দায়ে সাত বছর কারাদণ্ডের রায় মাথায় নিয়ে দেশের বাইরে পালিয়ে আছেন। মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কারাগারে আছেন।

এছাড়া সাবেক মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতিজিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানও এ মামলার আসামি। তারা শুরু থেকেই পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন