বিজ্ঞাপন

‘বোয়িং ৭৭৭-৩০০ ইআর’ এ যান্ত্রিক ত্রুটি, হাজিদের ফিরতে দেরি

August 26, 2019 | 6:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ‘বোয়িং ৭৭৭-৩০০ ইআর’ মডেলের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বেশকিছু হাজির দেশে ফিরতে দেরি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে অনেক হাজি দেশে ফিরতে পারছেন না।

বিজ্ঞাপন

সোমবার (২৬ আগস্ট) বিকেলে সারাবাংলাকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি সারাবাংলাকে জানান, রোববার (২৫ আগস্ট) থেকে এই সমস্যা হচ্ছে। একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে মূলত সমস্যাটি হয়েছে। আমরা বিকল্প ব্যবস্থার মাধ্যমে হাজিদের দ্রুত দেশে আনার ব্যবস্থা করছি।

কতজন হাজি এই সমস্যায় পড়েছেন জানতে চাইলে তিনি বলেন, এই মুহুর্তে আমার কাছে এর কোনো পরিসংখ্যান নেই। তবে বিমান তার নিজস্ব ব্যবস্থাপনায় এবং নিজ খরচে হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে। একই সাথে হাজিদের আত্মীয়-স্বজনদের উদ্বিগ্ন না হবার জন্যও অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। আর শেষ হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এ বছর বাংলাদেশ বিমান ও সৌদি বিমানযোগের ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন যাত্রী হজে গিয়েছেন।

সারাবাংলা/এসজে/জেএএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন