বিজ্ঞাপন

এরিককে নিয়ে যা খুশি তাই করা হচ্ছে: বিদিশা

August 28, 2019 | 1:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এরিককে নিয়ে যা খুশি তাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মো. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী। তার সন্তানকে দিয়ে এসব করানো খুবই দুঃখজনক ও কষ্টদায়ক বলেও জানান তিনি। এরিককে দিয়ে এরশাদের শূন্য আসনের ফরম সংগ্রহের ঘটনায় বুধবার (২৮ আগস্ট) টেলিফোনে সারাবাংলার কাছে এসব অভিযোগ করেন বিদিশা ।

বিজ্ঞাপন

বিদিশা বলেন, ‘ওরা আমার ছেলে এরিককে আটকে রেখেছে। আমার সঙ্গে দেখা করতে দেয়না। এরিককে কেন্দ্র করেই মৃত্যুর আগে এরশাদের সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে উঠেছিল। আমি খাবার পাঠাতাম। এরশাদ আমার খাবার খেতেন। এখন আর এরিকের সঙ্গে দেখাও করতে দেয় না।’

বাবা-মা দুজনের কাছেই থাকতে পারবেন এরিক আদালতে তো এমন একটি মেমোরেন্ডাম হয়েছিল। এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, ‘কোর্ট থেকে ফয়সালা হয়েছিল, এরিক চাইলে আমার কাছে আসতে পারবে। আবার এরশাদের কাছেও থাকতে পারবে। কিন্তু এরশাদের অনুপস্থিতিতে এখন সে আমার কাছেই থাকবে -এটাই স্বাভাবিক।  কিন্তু আসা তো দূরের কথা, তার সঙ্গে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না।’

বিষয়টি নিয়ে আবার আদালতের শরণাপন্ন হবেন কি না জানতে চাইলে বিদিশা বলেন, ‘বসে নেই। আদালতে যাব কি যাব না সেটা আমার উকিলরা দেখবেন। এরিককে নিয়ে যে ওরা কি শুরু করেছে, আমার ছেলেটা প্রতিবন্ধী, ওকে নিয়ে এসব করাটা খুবই দুঃখজনক ও কষ্টদায়ক।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কোনো সহায়তা করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি এখন আর আমার ফোন ধরেন না। যখন দরকার ছিল তখন প্রতিদিন ফোন দিতেন।’

এরশাদের চল্লিশার বিষয়ে বিদিশা সারাবাংলাকে বলেন, ‘তার চল্লিশা চাঁদার টাকায় হবে কেন, তার টাকা কোথায় গেল?’

এরশাদের শূন্য আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না জানিয়ে বিদিশা বলেন, জাতীয় পার্টি থেকে তাকে মনোনয়ন দিলে আসনটি তারা পেত। এখন পাবে না। চাইলে সাদ ওই আসন থেকে নির্বাচন করতে পারে বলেও মনে করেন বিদিশা।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে এরিক এরশাদকে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। দলটির নেতারা বলছেন, বিশেষ সুবিধা নিতেই এরিক এরশাদকে দিয়ে মনোনয়ন ফরম তোলা হয়েছে।

এ ঘটনায় প্রতিবন্ধী শিশুকে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করায় তীব্র সমালোচনা করেন এরিক এরশাদের মা বিদিশা।

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন