বিজ্ঞাপন

রবিউলের চোখে বিশ্বকাপ মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

August 29, 2019 | 7:28 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব বাংলাদেশ টপকেছে রবিউল হাসানের দুর্দান্ত গোলেই। এর আগের ম্যাচেও বল জালে জড়িয়ে কম্বোডিয়াকেও হারিয়ে লাল-সবুজদের উদযাপনের মুহূর্ত এনে দিয়েছিলেন তিনি। এবার সামনে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব। এবার চ্যালেঞ্জটাও অনেক বড়। তাই প্রস্তুতিটাও পরিপূর্ণ নিতে গত ২৩ আগস্ট থেকে অনুশীলনে নেমে পড়েছেন রবিউল-জামাল ভূঁইয়ারা। একদিন আগেই ফিটনেস পরীক্ষায় পাস করেন লাল-সবুজের কাণ্ডারিরা।

বিজ্ঞাপন

আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দুদিন পর চলে যাবেন তাজিকিস্তানে। নিজের ও দলের সার্বিক অবস্থা নিয়ে জানালেন রবিউল।

সকালে অনুশীলন ও বিকেলে টিম সেশন নিয়ে চলছে ১৯ জন ফুটবলারের প্রস্তুতি। দলের সঙ্গে ঢাকা আবাহনীর আরও সাতজন যোগ দিবেন শুক্রবার। তার আগে দলের অবস্থা নিয়ে আশাবাদী রবিউল, ‘ভালো কিছু করা সম্ভব। সকালে কিভাবে খেলবো আর বিকেলে টিম সেশন। আমি আত্মবিশ্বাসী। আমাদের ভাল কিছু হবে।’

ম্যাচটা চাপ নয় বরং চ্যালেঞ্জ হিসেবে দেখতে চান আরামবাগের অধিনায়ক, ‘ম্যাচটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটা যদি আমরা চাপ হিসেবে নেই তাহলে মাঠে আমরা পারফরম্যান্স করতে পারবো না। তো এখানে চাপের কিছু নেই আমাদের চ্যালেঞ্জ হিসেবেই নিতে হবে। লাওসের ম্যাচটা আমরা যদি উইন না হতাম তাহলে দেখা যেতো আবার দুই বা তিন বছরের জন্য আন্তর্জাতিক ফুটবলের বাইরে চলে যেতাম। ভুটান যে ট্র্যাজেডি হয়েছি তেমনটাই হয়েছিল। লাওস ম্যাচটা তাই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কোচ আমাদের উপরে ভরসা করেছে আমরা তার মূল্যায়ন করেছি।’

বিজ্ঞাপন

দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী রবিউল নিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী। অবশ্য আরামবাগের মাঝমাঠের পজিশনটা জাতীয় দলে পরিবর্তন হয়ে গেছে আগেই। এখন লেফ্ট উইঙ ফরোয়ার্ডের ভূমিকায় খেলতে হচ্ছে তাকে। তাতেই সফল গত দু ম্যাচে। আফগান ম্যাচের নিজের পজিশন নিয়ে জানালেন, ‘আমার পজিশন হচ্ছে সেন্টার মিডফিল্ডার। লাস্ট দুই ম্যাচে লাওস আর কম্বোডিয়ার সঙ্গে গোল করেছি, সেখানে আমাকে লেফট ফরোয়ার্ড হিসেবে খেলানো হয়েছে। কোচের কথা হচ্ছে পজিশন কোনও বড় বিষয় না। বড় বিষয় হলো কে কোথায় খেলবে এই পজিশনগুলা পর্যবেক্ষণ করা।’

কোচ জেমি ডের পরামর্শেই নিজেকে শানিয়ে নিচ্ছেন এবং সামনের ম্যাচের তার প্রতিদান দিতে চান তিনি, ‘কোচ আশা করে আমার কাছ থেকে যে আমি নামার পড়ে খেলার মুড চেঞ্জ হয়ে যাবে বা ভাল কিছু হবে। এমন অনেককিছু আমার কাছ থেকে আশা করে। আমার পারফরম্যান্স দেখে হয়তো সে আশা করে।’

কম্বোডিয়া ও লাওসের পর বিশ্বকাপের বাছাইপর্বেও কি মিলবে রবিউলের ঝলক?

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন