বিজ্ঞাপন

‘বিশ্বসেরা হতে বিশ্বকাপ জিততে হবে না’

February 8, 2018 | 5:42 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

লিওনেল মেসিতে মুগ্ধ সাবেক ইংলিশ তারকার গ্যারি লিনেকার। আর্জেন্টাইন ফরোয়ার্ড তার কাছে ‘সর্বকালের সেরা’। আর বিশ্বসেরা হতে মেসিকে বিশ্বকাপ জিততে হবে না বলেও মনে করেন লিনেকার।

বার্সার সাবেক ইংলিশ তারকা লিনেকার জানান, ‘বার্সাকে আমি ভালোবাসি। ওদের সব ম্যাচ দেখি। আমার চার সন্তানও আমার মতো বার্সা ভক্ত। আর আমি মেসির অন্ধ ভক্ত। কাতালানদের উন্নতির নেপথ্যে অবদান রেখেছে রোনালদিনহো, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা এবং সর্বোপরি মেসি।’

গত বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল আর্জেন্টিনা। মেসি দলকে সেবার ফাইনালে তুলেছিলেন। ফাইনালে তুলেছিলেন পর পর দুইবার কোপা আমেরিকায়। দুইবারই রানার্সআপ হয় তার দল। মেসি কোনো বিশ্বকাপ জিততে না পারলেও গ্রহের সেরা ফুটবলার হিসেবেই মনে করেন লিনেকার।

বিজ্ঞাপন

সাবেক এই ইংলিশ তারকা জানান, ‘মেসি অন্য গ্রহ থেকে এসেছে। সে প্রত্যেক ম্যাচে একাই চার থেকে পাঁচটি কাজ করে থাকে, যেটা আমি গোটা ক্যারিয়ারে কখনও করতে পারিনি। সে সত্যিই বিস্ময়কর সব কাজ করে যাচ্ছে, সে আমার কাছে সর্বকালের সেরা। বার্সা আসলে ১৩ জন খেলোয়াড় নিয়ে খেলে, কারণ ওদের মেসি আছে। সবাই বলে ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছে, কিন্তু মেসি পারেনি। আমার কাছে ম্যারাডোনাও সেরা। তিনি বিশ্বকাপ জিতেছেন আর মেসির দখলে আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ম্যারাডোনার কাছে কিন্তু একটিও নেই।’

স্পেন তাদের জাতীয় দলে মেসিকে চেয়েছিল। কিন্তু ফুটবলের এই বিস্ময় বেছে নিয়েছিলেন নিজ জন্মভূমি আর্জেন্টিনাকে। এ প্রসঙ্গে লিনেকার যোগ করেন, ‘আর্জেন্টিনায় অভিষেক হওয়ার আগে লিও যদি স্পেনের জাতীয়তা নিতো, তাহলে স্পেন আরও অনেক কিছু জিততো। বিশ্বকাপ শিরোপা থাকতো তিনটি, তার সঙ্গে থাকতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আরও তিনটি শিরোপা।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন