বিজ্ঞাপন

‘ভুল করে’ ৬ গণমাধ্যম কর্মীকে অপহরণ করেছে তালেবান

September 8, 2019 | 2:02 am

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকিতা প্রদেশ থেকে ছয়জন গণমাধ্যম কর্মীকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। শনিবার (৭ সেপ্টেম্বর) একটি মিডিয়া ওয়ার্কশপ থেকে ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে। খবর ইন্ডিপেন্ডেন্টের।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের শান্তি আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে এ ধরনের একটি ঘটনার জন্ম দিলো জঙ্গি গোষ্ঠী তালেবান।

এ ব্যাপারে তালেবানের মুখপাত্র জানিয়েছেন, পাকিতা প্রদেশের তালেবান মুজাহিদেরা ‘ভুল করে’ ছয়জন গণমাধ্যম কর্মীকে অপহরণ করেছে। এই মুহুর্তে মোবাইল নেটওয়ার্ক না থাকায় ঐ অঞ্চলের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব ঐ গণমাধ্যম কর্মীদের মুক্তির ব্যাপারটি নিশ্চিত করবে তারা।

এদিকে, পাকিতা প্রদেশের গভর্নর জানিয়েছেন, তার কর্মকর্তারা ঐ গণমাধ্যম কর্মীদের মুক্তির জন্য জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

উল্লেখ করা যায় যে, অপহৃত ছয়জনই আফগানিস্তানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমে পশতু ও দারি ভাষায় কাজ করেন।

২০১৮ সালে আফফগানিস্তান ছিল গণমাধ্যমকর্মীদের জন্য ভয়াবহতম দেশ। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের তথ্যানুসারে, এক বছরে আফগানিস্তানে ১৬ জন গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে।

যদিও জুন মাসে তালেবান ঘোষণা দিয়েছিল, এক সপ্তাহের মধ্যে যদি গণমাধ্যমগুলো তালেবানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রপাগান্ডা প্রচার বন্ধ না করে তাহলে গণমাধ্যম কর্মীদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন