বিজ্ঞাপন

‘মিরপুরের উইকেটে নামার আগে প্রার্থনা করা জরুরি’

February 9, 2018 | 7:02 pm

বিশেষ প্রতিনিধি, মিরপুর থেকে

বিজ্ঞাপন

শিরোনামটা পড়ে আপনার ভুরু কুঁচকে যেতেই পারে। মিরপুরের উইকেটে নামার আগে প্রার্থনাই সবচেয়ে জরুরি, কোনো ক্রিকেটার আসলেই কথাটা বলেছেন? শ্রীলঙ্কার ব্যাটসম্যান রোশেন সিলভার কথাটা অবশ্য খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, নিজেই হেসে দিয়ে জানিয়েছেন, তা রসিকতা করেই বলা। তবে মজা করে বললেও মিরপুরের উইকেট নিয়ে নিরেট সত্যটাই যেন জানিয়ে দিচ্ছেন।

তবে রোশেন সিলভার চমকে যাওয়া কথা এখানেই শেষ নয়, মিরপুরের উইকেট নিয়ে যেখানে শ্রীলঙ্কার বাকিরা কূটনৈতিক ভঙ্গিতে সন্তুষ্টি জানিয়ে গেছেন, সেখানে রোশেন সরাসরিই জানিয়ে দিয়েছেন, এ ধরনের উইকেট পেয়ে তারাও একটু অবাক।

‘ঘরের মাঠে তো আমরা এমন উইকেটেই খেলি। আমরা আসলে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি। আমি ঠিক বলব না এটা ভালো উইকেট, তবে মনে মনে আমরা ঠিকই জানতাম এই উইকেটে বল টার্ন করবে। ঈশ্বরের কাছে ধন্যবাদ, আমি মুস্তাফিজুর রহমানের বলে শুরুতেই আউট হয়ে যাইনি। নইলে তো এত কিছু হতো না। আর আপনারা তো দেখেছেনই, আমার হাতে কতটা লেগেছিল! ’

বিজ্ঞাপন

রোশেন যা করেছেন, তাতে অবশ্য দলের সবাই তাঁকে আলাদা করে পিঠ চাপড়ে দিয়েছেন। প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন, আজও ৫৮ রান করে অপরাজিত আছে। এই উইকেটে আসলে যা জোড়া সেঞ্চুরির সমান। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই নিয়মিত রান করেছেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছেন। তবে দিল্লীতে যা-ই হোক, ঢাকায় অন্তত এ ধরনের উইকেট আশা করেননি।

‘আমি মনে করেছিলাম এটা ব্যাটিং উইকেট হবে। উপমহাদেশে অস্ট্রেলিয়া বা অন্য কোনো বাইরের দেশ এলে তারা এ ধরনের উইকেট বানায়। আমাদের স্পিন আক্রমণ তো ভালোই। আমি জানি না তারা কেন এ ধরনের উইকেট বানিয়েছে। ’

কিন্তু শ্রীলঙ্কায় তো তারা এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। রোশেন অবশ্য মিরপুরের সঙ্গে রঙের পার্থক্য দেখছেন, ‘কখনো কখনো খুব খারাপ আবহাওয়া হলে আমাদের এ ধরনের উইকেট থাকে। দেশে আমাদের ওখানে যখন রাস্তা বানায়, তখন সেখানে সঙ্গে বালি বা অন্য কিছু দেওয়া হয়। তখন আমাদের উইকেটের রং এরকম হয়। কিন্তু এই মিরপুরের উইকেটের সঙ্গে আমাদের উইকেটের মিল নেই।’

বিজ্ঞাপন

তাহলে এ ধরনের উইকেটে নামার আগে কেমন প্রস্তুতি নেওয়া উচিত? এবার চমকে দিলেন রোশেন, ‘প্রার্থনাই বোধ হয় সবচেয়ে ভালো হয়।’সঙ্গে সঙ্গেই অবশ্য শুধরে নিলেন, ‘আমি যা মজা করছি। এখানে আসলে ভালো বল আসলে আপনার কিছু করা নেই। যে কোনো সময় উইকেট হারাতে পারেন, সেজন্য খারাপ বলের ফায়দা আপনাকে লুটতে হবে।’

 

সারাবাংলা/ এএম/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন