বিজ্ঞাপন

এখনো ম্যাচ বাঁচানোর আশা দেখছেন মিরাজ

February 9, 2018 | 7:38 pm

মিরপুর থেকে প্রতিনিধি

বিজ্ঞাপন

বলতে গেলে ম্যাচ এখনই বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। দ্বিতীয় দিন শেষেই মিরপুর টেস্টে বাংলাদেশ পিছিয়ে আছে ৩১২ রান, শ্রীলঙ্কার হাতে আছে আরও দুই উইকেট। মিরপুরে যেখানে ২০৯ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই, এই উইকেটে ৩০০র বেশি রান তাড়া করে জেতা মোটামুটি অসম্ভবের কাছাকাছিই। তবে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজের কন্ঠে আত্মবিশ্বাসের অভাব নেই। ৩০০র বেশি রান তাড়া করে জেতা সম্ভব বলেই মনে করছেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যর্থতার মিছিলে সর্বোচ্চ স্কোর ছিল তাঁর, টিকে ছিলেন শেষ পর্যন্ত। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, উইকেট এখনো খেলার জন্য অসম্ভব হয়ে যায়নি।

‘উইকেটে এখনো খেলার অনুপযুক্ত হয়নি। এখনো কোনো বল অনেক নিচু হয়নি। তবে উইকেটে টার্ন আছে। তবে ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়নি। স্বাভাবিক খেলা খেলতে পারলেই ব্যাটসম্যানরা সফল হবে।’

বিজ্ঞাপন

কিন্তু এই উইকেটে ৩০০র বেশি রান তাড়া করে জেতা কি আদৌ সম্ভব? গত বছর শ্রীলঙ্কার মাটিতে রান তাড়া করে জেতার স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছেন মিরাজ।

শ্রীলঙ্কার মাটিতে গিয়ে আমরা একটা টেস্ট জিতেছিলাম। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার মাটিতে দুইশো রান তাড়া করে জিততে পারলে নিজেদের মাটিতে আমরা ৩০০ প্লাস রান করে জিততে পারব। এটাই আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।’

প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা ভালো করেনি, সেটি স্বীকার করলেন। কিন্তু সেই ভুল থেকেই শিক্ষা নিতে চাইছেন দ্বিতীয় ইনিংসে, ‘প্রথম ইনিংসের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দ্বিতীয় ইনিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা মাত্র ১১০ রানে অলআউট হয়েছি। ওরা যত রান টার্গেট দেবে ওটা আমরা করতে পারলে ম্যাচটা জিততে পারবো। প্রথম ইনিংসের ব্যর্থতা আমরা ভুলে যেতে চাই। এখন আমাদের লক্ষ্য ওরা যত রান টার্গেট দেবে সেটা টপকানো।’

বিজ্ঞাপন

কিন্তু কাজটা যে কতটা কঠিন, তা নিশ্চয়ই মিরাজের অজানা নেই।

সারাবাংলা/ এএম/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন